বৃহস্পতিবার (২২ আগস্ট) বিকেলে উপজেলা বিজয় চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। পরে সেটি শুটিবাড়ি মোড়ের স্মৃতি অম্লান চত্বরে এসে শেষ হয়।
এসময় শিক্ষার্থীরা ''ভারতীয় আগ্রাসন ভেঙে দাও, গুড়িয়ে দাও'। ''বন্যায় যখন মানুষ মরে, আবরার তোমায় মনে পরে''। যদি চাও মুক্তি, ছাড়ো ভারত ভক্তি''। পানি নিয়ে রাজনীতি চলবে না, চলবে না’। ইত্যাদি স্লোগান দিতে শোনা যায়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের পক্ষে বক্তব্য দেন, মীর, রাব্বি, জাফর হোসেন জাকির, মাহফুজ, রাশেদ ইসলাম প্রমুখ।
শিক্ষার্থীরা বলেন, আমরা যখন বিধ্বস্ত দেশকে সংস্কার করছি তখনই ভারত চক্রান্ত করে বাঁধ খুলে দিয়েছে। আর কোনো চক্রান্ত আমরা মেনে নিব না। অন্যায়ভাবে যদি আর এক ফোঁটা পানি এদেশে আসে তার হিসাব ভারতকে দিতে হবে। আমরা আর বৈষম্য চাই না। ভারত এইভাবে বাঁধ খুলে দিয়ে আমাদের কৃত্রিম বন্যা তৈরি করেছে। আমরা আর কোন অন্যায় মেনে নিব না। জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সবাই এর প্রতিবাদ করব।
জামান মৃধা-০১৭৩০-৯৮৩৮৯৭
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com