মোঃ আরশাদ আলী (স্টাফ রিপোর্টার সাতক্ষীরা):- সাতক্ষীরা সদর উপজেলার ব্রহ্মরাজপুর ইউনিয়নের বাঁধন ডাংগা গ্রামে ২৪ জুন শুক্রবার জুম্মার নামাজ আদায়ের মাধ্যমে বাঁধন ডাংগা জামে মসজিদ উদ্বোধন করা হয়েছে।উক্ত উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে মসজিদ উদ্বোধন ও ইমামতি করেন ঝাউডাঙ্গা সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ হাজারো আলেমের ওস্তাদ আল. হযরত মাওলানা আব্দুল বারী।এসময় প্রধান অতিথি বলেন- মসজিদ আল্লাহর ঘর আর দুনিয়াতে যারা মসজিদ তথা আল্লাহর ঘর তৈরি করবে আল্লাহ্ পাক জান্নাতে সেই সব নেক্কার বান্দাদের জন্য ঘর তৈরি করবে। বিশেষ অথিতি হিসাবে বক্তব্য রাখেন অত্র মসজিদের জমিদাতা প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ ও জমিদাতা ইউপি সদস্য ও সাংবাদিক আব্দুল হাকিম, শিয়াল ডাঙ্গা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা আব্দুল লতিফ,ব্রহ্মরাজপুর ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি ও চেয়ারম্যান প্রার্থী আল. আব্দুর রশিদ পারভেজ।উক্ত উদ্বোধন অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে আরও উপস্থিত ছিলেন ইউপি সদস্য মোঃ কুরবান আলী, মুক্তিযোদ্ধা আঃ সাত্তার, ডা: মোশাররফ হোসেন,শেখ আব্দুল আহাদ, আল. আব্দুল গফুর, আব্দুল আহাদ, বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক মোঃ আবুল হাসান, মোস্তাক আহমেদ, আব্দুল জলিল, ওহিদুজ্জামান, মোঃ আনিসুর রহমান, মাহমুদ আলী, আব্দুল হান্নান, আব্দুল খালেক, আবুল কালাম, আছাদুল ইসলাম, আমিনুর রহমান, জাহাঙ্গীর আলম, কুরমান গাজী, আবুল বাসার,আল. সাজ্জাত হোসেন. শেেখ মেহেদী হাসান. আতাউর রহমান, মামুন হোসেন সহ ধর্ম প্রান মুসুল্লি বৃন্দ। উক্ত মসজিদে নুনগোলা দাখিল মাদ্রাসার শিক্ষক আব্দুস সামাদ কে সভাপতি, সহ সভাপতি আব্দুর রাজ্জাক, সাধারন সম্পাদক পশু চিকিৎসক মোঃ মোখলেছুর রহমান, সহ সাধারন সম্পাদক মোঃ আবু সাইদ, আর্থ সম্পাদক শেখ সাইদুর রহমান। আগামী এক সপ্তাহের মধ্যে পূর্নাঙ্গ কমিটি করা হবে। ইমাম হিসাবে দায়িত্বে থাকবেন হাফেজ শাহিদুজ্জামান। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রফেসর শেখ আব্দুল ওয়াদুদ। সমগ্র অনুষ্ঠান পরিচালনা করেন আল. কাজী রওশন আলম।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com