সোমবার, ২৫ নভেম্বর ২০২৪, ০৬:৪৯ পূর্বাহ্ন
মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর হাতিয়ায় ক্যারিংচর থেকে ঢালচরে যাওয়ার সময় মেঘনা নদীতে বর যাত্রীসহ ট্রলার ডুবে নববধূসহ ৭ জনের মৃতদেহ ও ২১ জন জীবিত উদ্ধার।
নিমজ্জিত হওয়ার পরে অনেকে সাঁতরিয়ে ও অন্য ট্রলারের সহযোগীতায় তীরে উঠতে সক্ষম হলেও শিশুসহ অনেক নারী নিখোঁজ রয়েছে।
নববধূ সেজেও বরের বাড়ি পৌঁছানো হলো না তার। বিয়ের অনুষ্ঠান শেষে বর-কনেকে নিয়ে ফেরার পথে ট্রলার ডুবিতে কনে তাছলিমাসহ ৭ জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে।এ ঘটনায় নিখোঁজ রয়েছে আরও অনেকে। মঙ্গলাবার বিকালে ঘটনাটি ঘটে নোয়াখালী দ্বীপ উপজেলা হাতিয়ার ডালচরের সন্নিকটে মেঘনা নদীতে।
মঙ্গলবার বিকালে কনেসহ বরযাত্রী নিয়ে ট্রলারটি হাতিয়ার চানন্দী ঘাট থেকে বরের বাড়ী ঢালচরের উদ্দেশ্যে ছেড়ে যায়। ট্রলারটি ঢালচরের কাচাকাছি এলে প্রবল স্রোতে নদীতে নিমজ্জিত হয়ে যায়। এ সময় ট্রলারের মধ্যে নারী পুরুষ শিশুসহ প্রায় অর্ধ শতাধিক লোক ছিল বলে জানান যায়।
হাতিয়া নৌ-পুলিশ, কোষ্টগার্ড ও উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, মৃতউদ্ধার হওয়া ৭ জনের মধ্যে কনে তাছলিমাসহ তিন নারী ও ৩ শিশু রয়েছে। কনে তাছলিমা (২০) হাতিয়ার চানন্দী ইউনিয়নের থানার হাট এলাকার ইব্রাহীম সওদাগরের মেয়ে।
হাতিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমরান হোসেন বলেন, নিহত ৭ জনের পরিবারকে উপজেলা পরিষদের পক্ষ থেকে ২০ হাজার টাকা করে দেওয়ার সিদ্ধান্ত দেওয়া হয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।