পরিবর্তন ডেস্কঃ
বাংলাদেশের বন্যা পরিস্থিতির অবনতি হচ্ছে দিন দিন।ক্ষতিগ্রস্ত প্রায় ৫ লক্ষ মানুষ। এই পরিস্থিতিতে সাধারণ মানুষের পাশে দাঁড়াচ্ছেন অনেক মানুষ। এই পরিস্থিতিতে দেশের অন্যতম গায়ক রাজীব আল রুদ্র বাংলাদেশের মানুষের পাশে দাড়িয়েছেন। জানা গিয়েছে, তিনি তার টিম নিয়ে সিলেট, নেত্রকোনা এবং কুড়িগ্রাম এর বন্যার্ত মানুষদের কে নিয়ে কাজ করে যাচ্ছেন সকলের অগোচরেই।
গানে গানে তিনি সমাজব্যবস্থাকে চ্যালেঞ্জ করেছেন অনেকবার।
তিনি নিরলসভাবে এখন কাজ করে যাচ্ছেন বাংলাদেশের দুর্গতদের জন্যে। জানা গিয়েছে, তিনি নিজে উপস্থিত থেকে খাবার পানি, প্রয়োজনীয় ওষুধ, শুকনো খাবার, প্রোটিনযুক্ত রান্না করা খাবার দিয়ে যাচ্ছেন বাংলাদেশের বন্যা বিপর্যস্তদের হাতে। বর্তমানে বন্যার কবলে বাংলার বড় অংশ। আর এই পরিস্থিতিতে সাধারণ মানুষের করুণ দশা। মাথার উপর ছাদ গিয়েছে, খাবার নেই। রীতিমতো হাহাকার পড়েছে বাংলাদেশের একাধিক এলাকায়।
তাঁর একাধিক গান দাগ কেটে গিয়েছে সাধারণ মানুষের মনে। বন্যা কবলিতদের কষ্ট দেখে এই গায়কও আর শান্ত থাকতে পারেননি। তিনি বন্যাদুর্গতদের সাহায্য করার কথা জানিয়ে ফেসবুকে একটি লাইভ করেছিলেন।
সিলেট থেকে কিছুটা দূরে যে সমস্ত এলাকায় বন্যায় বিপর্যস্ত সাধারণ মানুষের জীবন সেখানে পৌঁছে সাহায্য দেওয়ার চেষ্টা করে যাচ্ছেন তিনি।
উল্লেখ্য, বাংলাদেশে বন্যা পরিস্থিতির প্রভাব পরেছে আরো হাজারো মানুষের উপর। উলিপুর ফুলবাড়ী, চিলমারী, রাজারহাট এলাকায় বহু মানুষ ক্ষতিগ্রস্ত হয়েছেন। একইসঙ্গে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, লালমনিরহাট, নীলফামারী, রংপুর ও কুড়িগ্রামেও অবনতি হয়েছে বন্যা পরিস্থিতির। এই পরিস্থিতিতে জলবন্দি বহু মানুষ। প্রাণপণ চেষ্টা করছেন তারা এই মানুষদের কে সহযোগিতা করতে। রাজীব আল রুদ্র বর্তমানে অসুস্থ হয়ে ঢাকা ফিরেছেন। তবে তিনি আবারো এই মানুষদের পাশে দাঁড়াতে যাবেন বলে তিনি জানিয়েছেন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com