মঙ্গলবার, ০৩ ডিসেম্বর ২০২৪, ১০:৪৮ অপরাহ্ন
নাটোর জেলা প্রতিনিধি,
নাটোরের বড়াইগ্রাম পাইলট উচ্চ বিদ্যালয়ে পারফরম্যান্স বেজড গ্রাউন্ডস ফর সেকেন্ডারি ইনস্টিটিউশন স্কিমের আওতায় ২০২২-২০২৩ অর্থবছরে বরাদ্দ পাওয়া পাঁচ লক্ষ টাকার অনুদান বিভিন্ন উন্নয়ন খাতে ব্যয়ের কথা থাকলেও,অনুদান ব্যবহারের প্রমাণ দিতে ব্যর্থ হয়েছেন স্কুলের প্রধান শিক্ষক মাহবুবুর রহমান।
সাংবাদিকদের প্রশ্নের উত্তরে তিনি বিভিন্ন তালবাহানা করে বিষয়টি এড়িয়ে যান।বড়াইগ্রাম মাধ্যমিক শিক্ষা অফিসার আব্দুর রউফ জানান,এই অর্থের ব্যয়ের ভাউচার এখনও তাঁর কাছে জমা পড়েনি। যদিও ঢাকা থেকে তদন্তে আসার কথা থাকলেও,এ পর্যন্ত কোন তদন্ত কমিটি আসেনি ।
এই ব্যাপারে বড়াইগ্রাম উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌস,বলেন অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।