𝗥𝗠𝗣 𝗠𝗘𝗗𝗜𝗔
রাজশাহী প্রতিনিধি নূরুন নবী :
আজ ২৫ ডিসেম্বর ২০২৩ খ্রিস্টাব্দ অপরাহ্ণে খ্রিষ্টান সম্প্রদায়ের বড়দিন উপলক্ষ্যে আরএমপি’র সম্মানিত কমিশনার জনাব বিপ্লব বিজয় তালুকদার মহোদয় শাহমখদুম থানার ওমরপুর খ্রিষ্টান বিশপ হাউস পরিদর্শন করেন। এসময় কমিশনার মহোদয়কে অভ্যর্থনা জানান বিশপ জেভার্স রোজারিও, রাজশাহী কাথলিক।
এরপর কমিশনার মহোদয় বিশপ এবং কারিতাস রাজশাহী অঞ্চলের আলোকিত শিশু প্রকল্পের ছিন্নমূল অতিদরিদ্র শিশুদের সঙ্গে নিয়ে বড়দিনের কেক কাটেন।
এসময় আরও উপস্থিত ছিলেন জনাব মোহাম্মদ হেমায়েতুল ইসলাম, অতিরিক্ত পুলিশ কমিশনার (ক্রাইম অ্যান্ড অপারেশনস্), জনাব মো: নূর আলম সিদ্দিকী, উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব মুহাম্মদ আব্দুর রকিব পিপিএম, বিশেষ পুলিশ সুপার, সিটিএসবি, জনাব এএইচএম আসাদ হোসেন, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (শাহমখদুম) জনাব শারমিন আক্তার চুমকি, সহকারী পুলিশ কমিশনার ও শাহমখদুম থানার অফিসার ইনচার্জ জনাব মোঃ ইসমাইল হোসেনসহ আরএমপি’র ঊর্ধ্বতন কর্মকর্তাগণ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com