(পরিবর্তন বার্তাকক্ষ) :
জেলার টুঙ্গিপাড়ায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে আজ শ্রদ্ধা নিবেদন করেছেন ৭টি দেশের ৮ জন সামরিক প্রতিনিধি।
দুপুরে ডিরেক্টরেট জেনারেল অফ ফোর্সেস ইন্টেলিজেন্স (ডিজিএফআই)-এর আয়োজনে ৭ দেশের সামরিক প্রতিনিধিগণ জাতির পিতার সমাধিসৌধের বেদীতে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানান।
বিদেশী কর্মকর্তাগণ সামরিক কায়দায় জাতির পিতা বঙ্গবন্ধুর প্রতি স্যালুট জানান। এ সময় ৭৫-এর ১৫ই আগস্টের শহীদসহ মহান মুক্তিযুদ্ধে আত্মদানকারী ৩০ লাখ শহীদের আত্মার শান্তি কামনায় তারা প্রার্থনা করেন।
এরপর ৭ দেশের সামরিক প্রতিনিধি দলের সদস্যদের স্ত্রী ও সন্তানরা পৃথকভাবে ফুল দিয়ে বঙ্গবন্ধুর সমাধি সৌধের বেদীতে শ্রদ্ধা জানান। পরে তারাও বঙ্গবন্ধুর জন্য প্রার্থনা করেন।
ডিজিএফআই এর মহাপরিচালক মেজর জেনারেল হামিদুল হকের নেতৃত্বে বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা ছিলেন- ভারতের ব্রিগেডিয়ার জেনারেল মানমিত সিং সাবারওয়াল, পাকিস্তানের ব্রিগেডিয়ার জেনারেল আলী এজাজ রাফি, নেপালের ব্রিগেডিয়ার জেনারেল রোশান শমসের রানা, মায়ানমারের ব্রিগেডিয়ার জেনারেল সোয়ে নিয়াত, তুরস্কের কর্নেল এরদাল সাহিন, ফিলিস্তিনের কর্নেল মাহমুদ এম জে শারাওনাহ, অস্ট্রেলিয়ার লে. কর্নেল ডেমসি চেরিল সিনক্লেয়ার এবং ভারতের স্কোয়াড্রন লিডার অভিতোষ শর্মা।
বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে-ঘুরে দেখেন।
এর আগে দুপুর সাড়ে ১২টায় সামরিক প্রতিনিধিদল বঙ্গবন্ধুর সামাধিসৌধে পৌঁছালে গোপালগঞ্জের পুলিশ সুপার আয়েশা সিদ্দিকা ও অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মো. গোলাম কবির তাদের স্বাগত জানান।
টুঙ্গিপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. আল-মামুন, পৌর মেয়র শেখ তোজাম্মেল হক টুটুল, টুঙ্গিপাড়া উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ইলিয়াস হোসেন ও সাংগঠনিক সম্পাদক মাসুদ গাজী এ সময় উপস্থিত ছিলেন।
বিদেশী সামরিক প্রতিনিধি দলের সদস্যরা বঙ্গবন্ধুর সমাধিসৌধ কমপ্লক্স ঘুরে-ঘুরে দেখেন।
সামরিক প্রতিনিধি দলের শ্রদ্ধা নিবেদন শেষে ডিজিএফআই প্রধান মেজর জেনারেল হামিদুল হক সাংবাদিকদের বলেন, বার্ষিক কর্মসূচির অংশ হিসেবে বাংলাদেশে কর্মরত বিভিন্ন দেশের সামরিক প্রতিনিধিদের নিয়ে আজ জাতির পিতার সমাধিসৌধে শ্রদ্ধা নিবেদন করলেন।
সমাধি সৌধ পরিদর্শন শেষে প্রতিনিধি দলের সদস্যরা বাগেরহাট ষাট গম্বুজ মসজিদ ও সুন্দরবন পরিদর্শনে যান।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com