সিরাজুল ইসলাম, রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি:
বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী বীর প্রতীক বলেছেন, ১৯৭৫ সালে বঙ্গবন্ধুকে হারিয়ে দেশ পিছিয়ে পড়েছিল। প্রধানমন্ত্রী শেখ হাসিনা অক্লান্ত পরিশ্রম করে দেশ এগিয়ে নিচ্ছে। সন্ত্রাস-জঙ্গীবাদ নির্মূল করে তিনি মধ্যম আয়ের দেশে উন্নীত করেছেন। দেশের সার্বিক উন্নয়নে অগ্রণী ভুমিকা রাখছেন। আজ ১ আগষ্ট সোমবার রূপগঞ্জের শেখ রাসেলনগর ইউনিয়নে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৭তম শাহাদাৎ বার্ষিকী উপলক্ষে আয়োজিত শোক সভায় তিনি এ কথা বলেন।
আয়োজিত শোক সভায় সভাপতিত্ব করেন কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মোঃ বজলুর রহমান। সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন রূপগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোঃ শাহজাহান ভুঁইয়া, উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান সৈয়দা ফেরদৌসী আলম নীলা, রূপগঞ্জ উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান শাহিন, রূপগঞ্জ উপজেলা মহিলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক শীলা রাণী পাল, উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মাহবুবুর রহমান মেহের, সাধারণ সম্পাদক নাঈম ভুঁইয়া, আওয়ামীলীগ নেতা আব্দুল আজিজ, ফিরোজ ভুঁইয়া প্রমুখ ।
পরে সকলের মধ্যে রান্না করা খাবার বিতরণ করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com