বগুড়া প্রতিনিধি:
একযোগে বগুড়ার নয় থানার অফিসার ইনচার্জকে বদলি করা হয়েছে। গতকাল বৃহস্পতিবার রাতে অ্যাডিশনাল আইজি আবু হাসান মুহম্মদ তারিক স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে এই পদায়ন করা হয়। প্রজ্ঞাপন অনুযায়ী বগুড়া সদর থানার অফিসার ইনচার্জ সাইহান ওলিউল্লাহকে ৬ এপিবিএন, শেরপুর থানার অফিসার ইনচার্জ রেজাউল করিমকে রাজশাহীর সারদার বাংলাদেশ পুলিশ একাডেমীতে, সোনাতলা থানার অফিসার ইনচার্জ বাবু কুমার সাহাকে ট্যুরিস্ট পুলিশে, ধুনট থানার অফিসার ইনচার্জ সৈকত হাসানকে পিবিআইতে, সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ রবিউল ইসলামকে সিআইডিতে, আদমদিঘী থানার অফিসার ইনচার্জ রাজেশ কুমার চক্রবর্তীকে সিআইডিতে, শাজাহানপুর থানার অফিসার ইনচার্জ শহিদুল ইসলামকে ৪ এপিবিএন বগুড়ায়, দুপচাঁচিয়া থানার অফিসার ইনচার্জ সনাতন চন্দ্র সরকারকে নৌ পুলিশে, নন্দীগ্রাম থানার অফিসার ইনচার্জ আজমগীর হোসাইনকে নৌ পুলিশে বদলি করা হয়েছে। আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে ছাড়পত্র গ্রহণ করে বদলিকৃত কর্মস্থলে যোগ দেওয়ার কথা প্রজ্ঞাপণে বলা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com