বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৪৪ অপরাহ্ন
মোঃ রবি উদ্দিন, শ্রীমঙ্গল প্রতিনিধি:
শ্রীমঙ্গলে অতি দরিদ্র পরিবারের ১১ জন শিশুকে সুন্নতে খতনা, ১৫ জন ডায়াবেটিস রোগীর মাঝে এক মাসের ঔষধ এবং ৭০০ মানুষের মাঝে চিকিৎসা পরামর্শ ও ফ্রি ঔষধ বিতরণ, অতিথি ও চিকিৎসকদের মাঝে সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়েছে।
শ্রীমঙ্গলের কোরেশী ফাউন্ডেশনের প্রধান কার্যক্রম ফ্রি ফ্রাইডে ক্লিনিকের ৪র্থ বর্ষপূর্তি উপলক্ষে ফ্রি মেডিকেল ক্যাম্পের মাধ্যমে এসব কার্যক্রম পরিচালনা করা হয়। দোয়া মাহফিল এর মাধ্যমে কার্যক্রম শুরু করা হয়েছে।
বুধবার (১০ আগষ্ট) সকাল ১০টা থেকে শুরু করে বিকেল ৪টা পর্যন্ত শ্রীমঙ্গল শহরের রূপসপুর এলাকায় চলে এ কার্যক্রম। কোরেশী ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা ডা.
মো. নাজেম আল কোরেশী রাফাত এর সভাপতিত্বে অনুষ্ঠিত ফ্রি মেডিকেল ক্যাম্পে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, সাবেক সিলেট বিভাগীয় স্বাস্থ্য পরিচালক ডা. হরিপদ রায়।
এছাড়াও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্রীমঙ্গল- কমলগঞ্জ সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার শহিদুল হক মুন্সী, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. সাজ্জাদ হোসেন চৌধুরী, দ্বারিকাপাল মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ সৈয়দ মনসুরুল হক, সদর ইউনিয়নের চেয়ারম্যান মো. দুদু মিয়া, শ্রীমঙ্গল জামে মসজিদের খতিব মাও: হাফেজ মো. আব্দুল কুদ্দুস নিজামী, ফারিয়ার সভাপতি দেবব্রত দত্ত হাবুল, সিনিয়র সাংবাদিক আহমেদ ফারুক মিল্লাদ ও মামুন আহমেদ প্রমুখ।
যার নামে কোরেশী ফাউন্ডেশন নামকরণ করা হয়েছে উক্ত ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতার পিতা ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন শিক্ষক মো. সিরাজুল ইসলাম কোরেশীও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
মেডিকেল ক্যাম্পে চিকিৎসা সেবা প্রদান করেন ডা. আব্দুল্লাহ আল মামুন, ডা. মো. ওমর আহমেদ, ডা. আমেনা বেগম, এবং
ডা. অর্পিতা রায়।
কোরেশী ফাউন্ডেশনের মাধ্যমে সিলেট-সুনামগঞ্জ এলাকার বন্যার্ত মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ, বিভিন্ন সময় গরীব অসহায়দের মাঝে শীতবস্ত্র, ঈদ সামগ্রী বিতরণ ও গরিব অসহায় মানুষদের মাঝে প্রতি শুক্রবারে চিকিৎসা সেবা ও বিনামূল্যে ঔষধ প্রদান করা হয়ে থাকে।মহান আল্লাহ তায়ালা যেন এরকম আরও সমাজ সেবক তৈরি করেন এবং গরীব অসহায় মানুষের পাশে দারাতে পারেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।