রবিবার, ২৪ নভেম্বর ২০২৪, ০৯:৫৯ পূর্বাহ্ন
এস,এম,শামীম (ফুলপুর) ময়মনসিংহ প্রতিনিধিঃ-
ময়মনসিংহের ফুলপুরে ২০ জুলাই ২০২৪ ইং তারিখ রোজ শনিবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন চলাকালে আমুয়াকান্দা বাজারে ধান বিক্রি করতে আসা রহিমগঞ্জ ইউনিয়নের ঢাকিরকান্দা গ্রামের মোঃ সাইফুল ইসলাম(৩২) নামে এক সাধারণ পথচারী পুলিশের ছুড়া গুলিতে মাথায় গুলিবিদ্ধ হয়ে মৃত্যু বরণ করেন।
পোস্টমর্টেম বা ময়নাতদন্ত ছাড়াই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় পুলিশের গুলিতে নিহত সাইফুলের লাশ কবরস্ত করতে ও সত্যকে আড়াল করে ঘটনা ভিন্নখাতে প্রবাহের জন্য ওসি মাহবুবুর রহমানের নির্দেশে পুলিশের তোর জোরে দ্রুত দাফন সম্পন্ন করা হয়।
ঐসময় সাইফুল হত্যাকাণ্ডে ওসি মাহবুবুর রহমান নিজেদের অপকর্ম আড়াল করতে হত্যার দায়বার সেনাবাহিনী ওপর চালিয়ে দেওয়ার চেষ্টা করেন। তৎসময় পরিস্হিতি ভিন্নদিকে মোড় নিলে, সেই অপকর্ম উপজেলার চেয়ারম্যান হাবিবুর রহমানের সহযোগিতা ও নির্দেশনায় আওয়ামীলীগের বিপক্ষে অবস্হানকারীদের প্রতিহত করতে আন্দোলনকারী ছাত্রদের সহ বিএনপির স্হানীয় নেতাকর্মীদের নামে প্রকাশ করে ধরপাকড় শুরু করেন।
উক্ত হত্যা মামলার নামে বিএনপি নেতাকর্মীদের সহ বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনকারী ও সাধারণ জনগণকে হয়রানি এবং জিম্মি করে বিশাল অর্থ আদায়ের বানিজ্য করেন ওসি মাহবুবুর রহমান।
ভুক্তভোগী ও জনসাধারণ মৌখিক অভিযোগ প্রকাশ করে জানান মিথ্যা মামলা থেকে রেহাই পেতে এবং থানা থেকে গ্রেফতারকৃতদের ছাড়িয়ে আনতে জন প্রতি ৫০ হাজার থেকে ১ লক্ষ টাকা পর্যন্ত অদায় করেন ওসি মাহবুবুর রহমান।
এতদিন মিথ্যা মামলা ও হয়রানির ভয়ে মুখ খোলতে সাহস করেনি কেউ। কিন্তু ১ সেপ্টেম্বর ২০২৪ ইং তারিখে ফুলপুর উপজেলা থেকে সরিয়ে ওসি মাহাবুর রহমানকে লাইন ওআর পুলিশ অফিস ময়মনসিংহে নিযুক্ত করা হয়েছে।
ফুলপুর উপজেলা থেকে সরিয়ে নেওয়ার ঘটনা যখনই জনসম্মুখে প্রকাশ পেতে থাকে একেএকে বেরিয়ে আসতে থাকে সীমাহীন অভিযোগ ও অপকর্মের ঘটনা সমূহ।
জানায়ায়, ফুলপুরের কিছু নামধারী সিনিয়র সাংবাদিক গণ নিজেরা ব্যক্তিগত সুবিধা ভোগ করতে, ওসি মাহবুবুর রহমানের অন্যায় অপরাধ গুলো প্রকাশ না করে নিরব ভূমিকা পালন করেন। এতে উভয়েই ব্যক্তিগত ভাবে লাভবান হলেও অন্যায় অপকর্মের ফলে ক্ষতিগ্রস্ত্র হয়েছেন বিএনপির নেতাকর্মী সহ স্হানীয় ভিবিন্ন রাজনীতিবিদ ও নিরীহ জনসাধারণ। এতদিন মিথ্যা মামলা ও হয়রানির ভয়ে কেউ মুখ খুলতে রাজি না হলেও এবার একে একে সত্যতা বেরিয়ে আসতে শুরু করেছে।
ফুলপুর উপজেলা থেকে ওসি মাহবুবুর রহমানকে থেকে সরিয়ে নেওয়ায় এখন জনমনে অনেকটা স্বস্তিও প্রকাশ পেয়েছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।