নোবিপ্রবি প্রতিনিধি:
বিশ্ব সন্ত্রাসী ইহুদীবাদী ইসরাইল গাজা ও ফিলিস্তিনে বর্বরতম গণহত্যা ও সন্ত্রাসী আগ্রাসনের প্রতিবাদে ও ফিলিস্তিনে আগ্রাসন বন্ধের দাবিতে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষক- কর্মকর্তা-কর্মচারীবৃন্দ মানববন্ধন করেন।
মঙ্গলবার বেলা ১১টায় বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
মানববন্ধনে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, ট্রেজারার, বিভিন্ন হলের প্রোভোস্ট, বিভাগের শিক্ষকবৃন্দ ও বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।
উক্ত মানববন্ধনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীবৃন্দরা "ফ্রম দ্যা রিভার টু দ্যা সী,ফিলিস্তিন উইল বি ফ্রি", "আমেরিকার আগ্রাসন, ভেঙে দাও, গুঁড়িয়ে দাও", "ইসরাইল নিপাত যাক, ফিলিস্তিন মুক্ত পাক" স্লোগান দিতে থাকেন।
এসময় শিক্ষকদের মধ্য থেকে আইন বিভাগের চেয়ারম্যান মো: জামশেদুল ইসলাম বলেন, আমি ইসরায়েলের গণহত্যার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। তিনি বাংলাদেশ সরকারকে হুশিয়ার করে বলেন, যেসকল দেশ ইসরায়েলকে সমর্থন করছে তাদের সাথে সকল চুক্তি বন্ধ এবং তাদের সকল পণ্য বয়কট করতে হবে।
বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ হানিফ তার বক্তব্যে বলেন, আল্লাহ সীমালঙ্ঘনকারীদের পছন্দ করেন না, ই/জ/রা/ই/ল এই গনহত্যার মধ্য দিয়ে সীমালঙ্ঘন করে চলেছে, তাদের যদি হেদায়েত না হয় আল্লাহ যেন তাদেরকে ধ্বংস করে দেয়। নারী, শিশু সহ এই অমানবিক নিষ্ঠুর নির্যাতনের আমরা তীব্র প্রতিবাদ জানাই। বিশ্বের সকল মুসলিম প্রভাবশালী দেশ ও সংগঠন কে আমরা জানাতে চাই খুব দ্রুতই যেন তারা এই ব্যাপারে হস্তক্ষেপ নেয়। শুধু মন থেকে ঘৃণা করেই নয়, মৌখিক ও দৃশ্যমানভাবে আমরা এই গণহত্যার প্রতিবাদ জানাতে চাই।
বিশ্ববিদ্যালয়ের উপ- উপাচার্য ড. মোহাম্মদ রেজওয়ানুল হক তার বক্তব্যে বলেন, আমরা চলমান এই নৃশংস হত্যাযজ্ঞের তীব্র প্রতিবাদ জানাই, শুধুমাত্র মানববন্ধন করেই ফিলিস্তিনের পক্ষে আমরা দাঁড়ালেই হবে না, তাদের পক্ষে আমাদের দৃশ্যমান অবদান রাখতে হবে। শিক্ষা, গবেষণা ও প্রযুক্তি খাতে আমাদের আরো শক্তি সঞ্চার করতে হবে এবং সেই যোগ্যতা ব্যাবহার করে যেন আমরা ফিলিস্তিনের পাশে দাঁড়াতে পারি। আমরা আর্থিক সহযোগিতার মাধ্যমে তাদের পাশে দাড়াতে চাই। আমি এ ব্যাপারে সম্মত আমরা আমাদের ১ দিনের বেতনের অংশ অনুদান দিয়ে তাদের পাশে দাড়াতে চাই। আশা করি সকল শিক্ষক ও কর্মকর্তা কর্মচারী বৃন্দরাও এ ব্যাপারে এগিয়ে আসবেন।
শিক্ষক-কর্মকর্তা-কর্মচারীদের মানববন্ধনে অংশ নিয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, ফিলিস্তিনে আমাদের শিশু, মা- বোনদের উপর ই/স/রা/ই/ল যে বর্বরোচিত হামলা চালাচ্ছে আমরা তার প্রতি তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। আমরা বিশ্ববিদ্যালয় সবসময় মানবিকতা, সত্য ও ন্যায়ের পক্ষে। আমরা সবসময় ফিলিস্তিনের পাশে আছি। শুধু মানবন্ধনে সীমাবদ্ধ থেকে নয়, আমরা চাই আমাদের ১ কর্মদিবসের বেতন আমরা ফিলিস্তিনের জন্য অনুদান হিসেবে পাঠাতে, আমরা সে ব্যাপারে উদ্যোগ নিব। আল্লাহ যেন মজলুম গা/জা বাসীদের প্রতি সহায় হোন। এ গণহত্যা ও অমানবিক হত্যাযজ্ঞ যাতে খুব দ্রুত সময়ের মধ্যে শেষ হয় সেজন্য জাতিসংঘ সহ সকল আন্তর্জাতিক সংগঠন ও বিশ্বনেতাদের আমরা আহ্বান জানাই।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com