স্টাফ রিপোর্টার।
জানা গেছে, সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের ফিংড়ী বাজারের মহুমা জুয়েলার্সের মালিক দক্ষিণ ফিংড়ী গ্রামের গদো সিংহের পুত্র মৃণাল সিংহ দীর্ঘদিন ধরে জুয়েলারি ব্যবসার অন্তরালে সুকৌশলে সম্পুর্ন অবৈধ ভাবে দীর্ঘ দিন ধরে সরকারি ট্যাক্স ফাকি দিয়ে লাখ লাখ টাকার সুদের ব্যবসা চালিয়ে আসছিল। এমন গোপন সংবাদের ভিত্তিতে গতকাল ২৪ সেপ্টেম্বর রবিবার রাত আনুমানিক ১০টার সময় এস আই মোস্তাক সঙ্গীয় ফোর্স নিয়ে তার ব্যবসায়ীক প্রতিষ্ঠান মহুমা জুয়েলার্সে অভিযান পরিচালনা করেন। এসময় পুলিশ অর্ধশতাধিক সাদা ষ্ট্যাম্প,চেক,মোটর সাইকেলের চাবি ও কাগজ পত্র এবং নগদ১ লাখ ১৪ হাজার ৬৫০ টাকাসহ বিপুল পরিমাণ স্বর্নালংকার জব্দ করে বলে প্রত্যক্ষদর্শীরা জানান। তার চক্রবৃদ্ধি হারে চড়া সুদের জালে জড়িয়ে শত-শত মানুষ সর্বশান্ত হয়ে পড়েছে বলে খবর পেয়ে গেছে। এব্যাপারে সদর থানার এস আই মোস্তাক প্রতিনিধিকে ঘটনার সত্যতা স্বীকার করে নিউজ করার আগে ভারপ্রাপ্ত কর্মকর্তার সাথে কথা বলে নিতে বলেন। পুলিশ সুদে কারবারি মৃনালকে আটক করায় এলাকায় মিষ্টি বিতরণ করেছেন বলে জানা গেছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com