শনিবার, ২৩ নভেম্বর ২০২৪, ০৩:৩৪ অপরাহ্ন
তারিখ :-২৩/১১/২৩
মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার ।
যথাযোগ্য মর্যাদা ও ধর্মীয় ভাব গাম্ভীর্যের মধ্য দিয়ে প্রতি বছরের ন্যায় এবছরও সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ও ব্রহ্মরাজপুর একাধিক জায়গায় সার্বজনীন জগদ্ধাত্রী পূজা অনুষ্ঠিত হয়। ২৫নভেম্বর শনিবার প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শেষ হবে। সোমবার মহাষষ্ঠীর মধ্য দিয়ে পূজা শুরু হয়ে শনিবার বিজয় দশমীর মধ্য দিয়ে পূজার আনুষ্ঠানিকতা শেষ হবে বলে ভক্তরা জানান।ব্রহ্মরাজপুর সার্বজনীন জগদ্ধাত্রী পূজা উদযাপন কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদকসহ একাধিক ভক্তরা দৈনিক পরিবর্তনের প্রতিনিধিকে জানিয়েছেন ঋতু চক্রের মহাপরিক্রমায় হেমন্ত এসেছে বঙ্গ বারে।চারিদিকে মহা আনন্দের মহা আয়োজন। বঙ্গ প্রকৃতির আরতে আরতে মহা শিহরণ।মাদল বাজছে। ধরাধামে মা আসছেন। মাতৃ ভক্তবৃন্দের চিরায়ত ব্যাকুল প্রাণের ঔদার্য নিয়ে সাজাচ্ছে মাতৃ বন্দনার মহাপ্রায়াস। এক শ্বাশত সার্বজনীন অনুভূতি। সেজন্য জগদ্ধাত্রী পূজা উপলক্ষে প্রতি বছরের ন্যায় এ বছরও নানান কর্মসূচি গ্রহণ করা হয়েছে।
কর্মসূচির মধ্যে মঙ্গলঘট স্থাপন, শুভ অধিবাস, মহাষ্টমী, মহানবমী,সন্ধ্যায় সন্ধ্যাআরতি, হোম ও প্রসাদ বিতরণ,যাত্রামঙ্গল ও দর্পন বিসর্জন,পদাবলি কীর্তন,ধর্মীয় যাত্রাপালা,ও শনিবার ক্রীড়া অনুষ্ঠানসহ নানান কর্মসূচী শেষে রাত ৮টায় প্রতিমা বিসর্জ্জনের মধ্যে দিয়ে শ্রী শ্রী জগদ্ধাত্রী পূজা শেষ হবে বলে আয়োজকরা জানিয়েছেন।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।