মোঃ আরশাদ আলী স্টাফ রিপোর্টার সাতক্ষীরা ।
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের বালিথা গ্রামে চাঁদাবাজী ও ধর্মীয় অনুভূতিতে আঘাত দেওয়ার অভিযোগে আ: মুজিদ নামের এক ব্যক্তির বিরুদ্ধে আদালতে মামলা হয়েছে বলে খবর পাওয়া গেছে।
আদালতে দায়েরকৃত মামলা সুত্রে জানা গেছে,বালিথা গ্রামের মৃত দবির উদ্দিনের পুত্র আওয়ামী লীগ নেতা আ: মুজিদ(৫০) একই গ্রামের মৃত শহর আলী গাজীর পুত্র মোঃ নুর ইসলামের নিকট ৫০ হাজার টাকা চাঁদা দাবি করে।এছাড়া বৈষম্য বিরোধী আন্দোলনে আহতদের দ্রুত সুস্থতা কামনা এবং নিহতদের রুহের মাগফেরাত কামনা করে জুম্মার নামাজ শেষে মোনাজাত করায় ক্ষিপ্ত হয়ে মসজিদের ভিতরে ইমাম ও মুসল্লীদের অকথ্য ভাষায় গালি গালাজ করে। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্রদের বেজন্মা বলে গালি দেওয়ার ঘটনায় ওই গ্রামের নুর ইসলাম গাজী বাদী হয়ে সাতক্ষীরার বিজ্ঞ আমলী ১ নং আদালতে দণ্ডবিধির ৩৮৫/৩৮৭/২৯৮ ধারায় একটি মামলা দায়ের করেছেন। বিজ্ঞ আদালত মামলাটি আমলে নিয়ে সাতক্ষীরা সদর থানার অফিসার ইনচার্জ কে তদন্ত করে আদালতে প্রতিবেদন দাখিল করার নির্দেশ দেন।
অপরদিকে এঘটনার সত্যতা যাচাইয়ে বালিথা জামে মসজিদের মোয়াজ্জিন সোবাহান গাজীর পুত্র আবু সাঈদের কাছে জানতে চাইলে অসংখ্য মুসল্লি ও সাধারণ মানুষের সামনে মুজিদের বক্তব্যের সত্যতা স্বীকার করেন তিনি। এসময় উপস্থিত ছিলেন বালিথা গ্রামের মোজাহার আলী, বাবুর আলী, মফিজুল সরদার, রাসেল (ছাত্র), শহীদুল ইসলাম,ফজর আলী, আনারুল ইসলাম, গোলাম হোসেন, আজিজ, শামছুর রহমান, আছের আলী, সেলিম হোসেন, আছাদুল ইসলাম, তোফাজ্জেল হোসেন প্রমুখ।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com