মোঃ আরশাদ আলী, সদর উপজেলা প্রতিনিধি:
সাতক্ষীরা সদর উপজেলার ফিংড়ী ইউনিয়নের গোবরদাড়ি জি-ফুলবাড়ীয়ায় গত ১ সেপ্টেম্বর শুক্রবার সরকারি ছুটির দিনে সরকারি রাস্তার উপর থেকে অর্ধ লক্ষাধিক টাকা মূল্যের সরকারি গাছ কর্তন করার খবর পাওয়া গেছে।
খবরে প্রকাশ, গোবরদাড়ি জি-ফুলবাড়ীয়ায় গ্রামের আবু বক্করের পুত্র আমিনুর রহমানের বাড়ির সামনে থেকে সরকারি রাস্তার উপরের দুইটি বড় আকারের পাহাড়ী চটকা গাছ কর্তন করা হয়েছে। স্থানীয়রা জানান, ধুলিহর সানাপাড়া গ্রামের গাছ ব্যবসায়ী আ. ছালামের কাছে মোহাম্মদ আলীর পুত্র আশরাফ আলী এবং নুর উদ্দিনের ছেলে আরিফ এই দুটি গাছ ৫০ হাজার টাকায় বিক্রি করেছে। উক্ত গাছ বিক্রি ও কর্তনের মুলহোতা কুলতিয়া গ্রামের আবু বক্করের পুত্র আমিনুর রহমান এবং গোবরদাড়ি গ্রামের শহর আলীর পুত্র আয়ুব আলী। এ সময় বিষয়টি সম্পর্কে জানার জন্য স্থানীয় ইউপি সদস্য আ. রাজ্জাকের সাথে যোগাযোগ করা হলে তিনি এবিষয়ে কোন কিছু জানেন না। ফিংড়ী ইউপি চেয়ারম্যান লুৎফর রহমানের সাথে যোগাযোগ করা হলে তিনিও কিছু জানেন না বলেন। ফিংড়ী ইউনিয়ন ভূমি কর্মকর্তা আকরাম হোসেনের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি ফোন রিসিভ না করায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি। গাছ ব্যবসায়ী আ. ছালামের সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন -সাতক্ষীরা জেলা পরিষদের সদস্যা এড. শাহানাজ পারভীন মিলি এবং জেলা পরিষদের কেয়ারটেকার তারিক হাসান উক্ত গাছ কাটার অনুমতি দিয়েছেন। পরবর্তীতে শাহানাজ পারভীন মিলির ফোনে একাধিকবার যোগাযোগ করা হলেও তিনি ফোন রিসিভ করেননি। গাছ বিক্রির বিষয়টি কেউ স্বীকার না করায় তাৎক্ষণিক ভাবে স্থানীয় একজন সংবাদকর্মী ব্রহ্মরাজপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ এএসআই জয়নাল হোসেনকে অবহিত করলে তিনি সঙ্গীয় ফোর্স নিয়ে তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন এবং কর্তনকৃত গাছ আটক পূর্বক জব্দ করে স্থানীয় ইউপি সদস্য মো. আ. রাজ্জাকের জিম্মায় রাখেন। তিনি এঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে উর্ধতন কতৃপক্ষের সাথে আলোচনা করে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করবেন বলে দৈনিক পত্রদূতকে জানিয়েছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com