প্রেস বিজ্ঞপ্তি:
এতদ্বারা সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে অদ্য ১৮/০৩/২০২০ খ্রী: করোনা ভাইরাস প্রতিরোধে পতেঙ্গা সী বিচ সহ ফয়েজ লেক এবং আগ্রাবাদস্থ জাম্বুরী পার্কেও জনস্বার্থে দর্শনার্থীদের জনসমাগমে পুলিশ কমিশনার, চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশ কর্তৃক নিষেধাজ্ঞা জারী করা হয়েছে।
ইতোমধ্যে পতেঙ্গা সী বিচ, ফয়েজলেক, জাম্বুরী পার্ক সহ অন্যান্য দর্শনীয় স্থানে সিএমপির বিশেষ টিম মোতায়েন করা হয়েছে। আজ (১৮/০৩/২০২০) বিকাল থেকে বিভিন্ন দর্শনীয় স্থানে এসব বিশেষ টিম ব্যানার, লিফলেট ও মাইকিংয়ের মাধ্যমে দর্শনার্থীদেরকে সচেতন করার চেষ্টা করছেন এবং তারা যেন এসব স্থানে জনসমাগম করতে না পারে এ সংক্রান্তে দায়িত্ব পালন করছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com