মোঃ শিহাব উদ্দিন, গোপালগঞ্জ জেলা প্রতিনিধি:
গোপালগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. গোলাম কবিরের বিদায় উপলক্ষে প্রেসক্লাব গোপালগঞ্জের পক্ষ থেকে তাকে সম্মাননা স্মারক প্রদান করা হয়েছে। রবিবার সকাল ১০টা ৩০ মিনিটে প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে এ সম্মাননা প্রদান করা হয়।
প্রেসক্লাব গোপালগঞ্জ এর সূত্র জানায়, দায়িত্বকালীন সময়ে মো. গোলাম কবির জেলার প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। বিশেষ করে উন্নয়ন কর্মকাণ্ডে তার আন্তরিকতা এবং সাংবাদিকদের সঙ্গে সমন্বিত সম্পর্ক বজায় রাখার জন্য তিনি প্রশংসিত হয়েছেন।
প্রেসক্লাব গোপালগঞ্জ এর সভাপতি জুবায়ের আহমেদ বলেন, “দায়িত্ব পালনকালে মো. গোলাম কবির প্রশাসন ও সাংবাদিকদের মধ্যে এক সেতুবন্ধন তৈরি করেছেন। তার আন্তরিকতা ও সহযোগিতা আমাদের মনে থাকবে।”
মহাসচিব এস এম সাব্বির বলেন, “প্রেসক্লাব গোপালগঞ্জের যেকোনো উদ্যোগে তিনি সবসময় সহযোগিতা করেছেন। তার বিদায়ে আমরা একজন শুভানুধ্যায়ীকে হারাচ্ছি।”
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2025 dainikparibarton.com