খবর অনলাইনঃ
নিজের অভিনীত সিনেমা দেখে কাঁদলেন ঢাকাই সিনেমার সুপারস্টার শাকিব খান। যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জ্যামাইকা মাল্টিপ্লেক্সে ‘প্রিয়তমা’ ছবিটি দেখেছেন তিনি। সিনেমা দেখার শেষে চোখে পানি চলে আসে তার। এমনই জানা গেল এই চলচ্চিত্রের নির্মাতা হিমেল আশরাফের এক ফেসবুক পোস্টে।
দীর্ঘ পেস্টের শুরুর দিকে হিমেল আশরাফের সঙ্গে শাকিব খানের সম্পর্কের মধুরতার বিষয়টি ফুটে ওঠে। এই স্ট্যাটাসের শেষের দিকে নির্মাতা লিখেছেন, ‘আজ প্রিয়তমা দেখার শেষে তার (শাকিব খানের) ভেজা চোখে চোখ পড়তেই আমাকে দেখে হেসে আমার কাঁধে হাত রেখে কিছু না বলেও যেন কত কিছু বললেন। আর আমি তার বিজয়ের হাসি দেখে মনে মনে বারবার বলছিলাম ভাইয়া থ্যাংক ইউ।’
পরিবর্তনের নিউজ পড়ুন Google News এ
তিনি আরও লেখেন, ‘শাকিব খানের ব্যস্ত শিডিউলে হয়তো তার সাথে আমার অনেক কাজ হবে না, কিন্তু একজন নির্মাতা হিমেল আশরাফ আজীবন শাকিব খানের কাছে ঋণী হয়ে থাকবেন।’উল্লেখ্য, কোরবানির ঈদে দেশে মুক্তি পাওয়ার পর ‘প্রিয়তমা’ সিনেমাটি যুক্তরাষ্ট্র ও কানাডায় ৩৭টি হলে রিলিজ হয়। বিশ্বব্যাপী ১৫০ হলে চলেছে ছবিটি। এতে শাকিব খানের নায়িকা হন ইধিকা পাল।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com