রেজাউল করিম সবুজ
বিশেষ প্রতিনিধি
শীতকালীন জনপ্রিয় একটি খেলা ব্যাডমিন্টন। জনপ্রিয় এই খেলাটিকে আরও প্রানবন্ত করতে নিজদেবপুর এন.এন.টি মিলনী যুব সংঘ উদ্যোগে আয়োজন করা হয়েছে প্রিন্সিপাল মতিউর রহমান স্মৃতি ৮ দলীয় ব্যাডমিন্টন টুর্নামেন্ট।
স্থান- উজ্জীবনী
মঙ্গলবার রাত ১০ টার দিকে এ ব্যাডমিন্টন খেলার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে।
একদিনে ৮ দলের খেলার অংশগ্রহণের মাধ্যমে ফাইনালে রাজবাড়ী বনাম দরগাহপুর অংশগ্রহণ করেন। হাড্ডাহাড্ডি লড়াইয়ের মাধ্যে চাম্পিয়ান হয় রাজবাড়ী।
খেলা শেষে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন খেলার আয়োজক কমিটি।
এসময় খেলার আয়োজক কমিটির প্রধান মোস্তাক আহমেদ শাহীন সকলকে ধন্যবাদ জানান এ ধরনের খেলা আয়োজন করার জন্য। খেলায় অংশগ্রহণকারীরা এন.এন. টি মিলনী যুব সংঘ এর নিয়মিত বিভিন্ন ধরনের খেলার আয়োজন করার দাবী জানান সংশ্লিষ্ট কতৃপক্ষের কাছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com