মোঃ রবি উদ্দিন শ্রীমঙ্গল প্রতিনিধি (মৌলভীবাজার)
স্বাস্থ্যবিধি মেনে নতুন বছরের প্রথম দিনেই মৌলভীবাজার জেলায় প্রাথমিক ও মাধ্যমিক শিক্ষার্থীদের হাতে নতুন বই তুলে দেওয়া হয়েছে। এবছর মৌলভীবাজার জেলায়, প্রাথমিক পর্যায়ে ২০৮৪ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ৩,২৬,৫৩৩ জন শিক্ষার্থীর মাঝে ১৩,৫৩,৬৬৬ টি বই বিতরণ করা হবে। মাধ্যমিক পর্যায়ে ২১১ টি শিক্ষাপ্রতিষ্ঠানে ১,৮৭,৬৬৫ জন শিক্ষার্থীদের মাঝে ২৭,১০,৪৪০ টি বই বিতরণ করা হবে। এছাড়া দাখিল ও এবতেদায়ী পর্যায়ে মোট ৮,৬১,৪২০ টি বই বিতরণ করা হবে।
আজ ১ জানুয়ারি ২০২১ খ্রিস্টাব্দ মৌলভীবাজার শহরের আলী আমজাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে বই বিতরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানের উদ্বোধন করেন জেলা প্রশাসক, মৌলভীবাজার জনাব মীর নাহিদ আহসান। অনুষ্ঠানে সীমিত পরিসরে ৫ জন শিক্ষার্থীর হাতে বই তুলে দেন জেলা প্রশাসক। এছাড়া আলী আমজাদ বালিকা উচ্চ বিদ্যালয়েও সীমিত পরিসরে শিক্ষার্থীদের মাঝে নতুন বই বিতরণ করা হয়।অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব ও শিক্ষা) জনাব মল্লিকা দে, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. শামসুর রহমান, জেলা শিক্ষা অফিসার মোহাম্মদ ফজলুর রহমানসহ শিক্ষার্থীদের অভিবাবক ও অন্যান্য ব্যক্তিবর্গ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com