তন্ময় নাগ স্টাফ রিপোর্টার :-
“আশ্রয়ণের অধিকার শেখ হাসিনার উপহার” এই শ্লোগানের আলোকে মুজিববর্ষে মৌলভীবাজারের রাজনগর উপজেলার ৯৮টি ভুমিহীন ও গৃহহীন পরিবারকে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর রাজনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের প্রত্যেককেই ইতিমধ্যে বুঝিয়ে দেওয়া হয়েছে। আজ শনিবার ২৩ জানুয়ারী সারাদেশের ন্যায় তাদেরকে আনুষ্ঠানিক ভাবে এসব ঘরের কাগজপত্র দলিল নামজারী সহ ভুমিহীন পরিবারের প্রত্যেককেই ২ শতক জায়গার যাবতীয় ডকুমেন্ট ফোল্ডার আকারে হস্তান্তরের ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রাজনগর উপজেলা নির্বাহী অফিসার প্রিয়াংকা পাল বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষে প্রধানমন্ত্রীর উপহার নান্দনিক ঘর রাজনগর উপজেলা প্রশাসনের পক্ষ থেকে উপজেলার ৯৮জন ভুমিহীন ও গৃহহীনদের মধ্যে দুই শতক জমি সহ তাদের প্রত্যেককেই ইতিমধ্যে একটি করে পাকা টিনসেড ঘর বুঝিয়ে দেওয়া হয়েছে।
এছাড়া আগামী শনিবার আনুষ্ঠানিক ভাবে সারাদেশের ন্যায় রাজনগরের ৯৮টি ঘরের দলিল পত্র সহ নামজারী কাগজপত্রের যাবতীয় ডকুমেন্ট ফোল্ডার আকারে ভিডিও কনফারেন্সের মাধ্যমে আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com