গত ১৪ সেপ্টেম্বর ২০২৩ ইং তারিখে দৈনিক প্রতিদিনের কন্ঠ এবং অনলাইন পত্রিকায় প্রকাশিত সাতক্ষীরা মেডিকেল কলেজ হাসপাতালের টেকনোলজিস্ট হালিম নামে অনিয়মের অভিযোগ লেখাটি আমার দৃষ্টিগোচর হয়েছে। এক্সরে, সিটি স্ক্যান ,এমআরআই থেকে রিসিভ ছাড়া ইচ্ছামত টাকা আদায় করা হয় ,যা সম্পূর্ণরূপে অসত্য সরকারি ফি সেন্টার কাউন্টার থেকে সংগ্রহ করা হয় এবং সেখানেই সরকারী ফি জমা হয়। মুক্তিযোদ্ধা, দুস্থ ,গরিব অসহায় রোগীদের হাসপাতালের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতিক্রমে ফ্রি করার সুযোগ আছে ।তাদের কোন রিসিভ লাগে না ।সরাসরি আমাদের কাছে টাকা নেওয়ার কোন সুযোগ নাই। প্রতি মাসে এক্সরে থেকে এক থেকে দেড় লক্ষ টাকা এবং সিটি স্ক্যান থেকেও সমপরিমাণ টাকা সরকারি কোষাগারে জমা হয়। এমআরআই মেশিন তো হাসপাতালেই নাই অতএব প্রকাশিত খবরটি সম্পূর্ণ বানোয়াট এবং উদ্দেশ্যপ্রণোদিত।কিছু স্বার্থান্বেষী মহল আমার সুনাম নষ্ট করার জন্য এই সংবাদটি প্রকাশিত করেছে। আমি ইহার তীব্রনিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি।
আব্দুল হালিম।
মেডিকেল টেকনোলজিস্ট সাতক্ষীরা মেডিকেল কলেজ হসপিটাল ,সাতক্ষীরা।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com