আদম আলী,সাতক্ষীরাঃ
আওয়ামী সরকার যে সব দলের নিবন্ধন দিয়েছে সে সব দলের তালিকায় বাংলাদেশ কংগ্রেসের নাম দিয়ে দলগুলোর নিবন্ধন বাতিল চেয়েছে তথাকথিত একটি ভুঁইফোঁড় দলের নেতা। অনলাইন পত্রিকা জাগোনিউজ পত্রিকায় প্রকাশিত এই সংবাদের প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ কংগ্রেস।
প্রতীবাদ লিপিতে বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান কাজী রেজাউল হোসেন ও মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম বলেন, বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন সরকার দেয়নি। নিবন্ধন আইন অনুসারে সকল শর্ত পুরণ করলেও স্বৈরাচারী আওয়ামী সরকারের চাপে নির্বাচন কমিশন বাংলাদেশ কংগ্রেসের নিবন্ধন দেয়নি।
নির্বাচন কমিশনের নামঞ্জুর আদেশ চ্যালেঞ্জ করে বাংলাদেশ সুপ্রিম কোর্টের হাই কোর্ট বিভাগে রিট পিটিশন দায়ের করে বাংলাদেশ কংগ্রেস। পরে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মোঃ আশরাফুল কামাল-এর সমন্বয়ে গঠিত একটি দ্বৈত বেঞ্চ দলটিকে কেনো নিবন্ধন দেয়া হবে না মর্মে নির্বাচন নির্বাচন কমিশনের প্রতি রুল জারি করেন।
মহামান্য হাইকোর্টের উক্ত বেঞ্চ পরবর্তীতে রুল এ্যাবসোলিউট করে বাংলাদেশ কংগ্রেসকে ৬০ দিনের মধ্যে নিবন্ধন দেয়ার নির্দেশ দেন। নির্বাচন কমিশন তথাপিও সরকারের চাপে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন না দিয়ে হাই কোর্ট বিভাগের রায়ের বিরুদ্ধে আপিল করে। বাংলাদেশ সুপ্রিম কোর্টের আপিল বিভাগ নির্বাচন কমিশনের আপিল খারিজ করে দেন।
বাংলাদেশ কংগ্রেসের পক্ষে হাই কোর্ট বিভাগে শুনানি করেন দলটির মহাসচিব এ্যাডঃ মোঃ ইয়ারুল ইসলাম এবং আপিল বিভাগে ব্যারিস্টার রুহুল কুদ্দুস কাজল ও ব্যারিস্টার এম আশরাফ আলী।
আপিল বিভাগের রায় অনুসারে বাংলাদেশ নির্বাচন কমিশন ২০১৯ সালের ৯ মে প্রজ্ঞাপন জারি করে ৪৪ নং সিরিয়ালে ডাব প্রতীক দিয়ে বাংলাদেশ কংগ্রেসকে নিবন্ধন দেয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com