এম আর এমরান,পেকুয়া (কক্সবাজার) প্রতিনিধি।
পেকুয়া উপজেলার সাবেক চেয়ারম্যান জনাব শেফায়েত আজিজ রাজু পেকুয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে করোনা আক্রান্ত রোগী এবং শ্বাসকষ্ট রোগীদের জন্য ০৩ টি অক্সিজেন সিলিন্ডার প্রদান করেছেন। ১০ জুলাই হাসপাতাল কর্তৃপক্ষের কাছে তিনি অক্সিজেন সিলিন্ডার গুলো হস্তান্তর করেন। টানা দুইবার নির্বাচিত হওয়া সাবেক এই চেয়ারম্যান নানা সময় নানা ভাবে এলাকার অসহায় মানুষের পাশে ছিলেন। করোনায় দেশের প্রায় সব হাসপাতালে অক্সিজেন সংকট সৃষ্টি হয়েছে তাই হাসপাতালের শ্বাসকষ্ট রোগীদের ইমার্জেন্সি অক্সিজেন সরবরাহ করার লক্ষ্যে তিনি এসব সিলিন্ডার প্রদান করেন। করোনার এই ক্রান্তিকালে উনার এমন মহৎ কাজকে সাধুবাদ জানিয়েছে পেকুয়ার জনসাধারণ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com