বৃহস্পতিবার, ২১ নভেম্বর ২০২৪, ০৩:৩১ অপরাহ্ন
মোঃ সিরাজুল ইসলাম
রূপগঞ্জ নারায়ণগঞ্জ প্রতিনিধ
রাজউকের পূর্বাচল উপশহরের বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থদের প্লট বরাদ্দের দাবীতে ৩শ’ ফুট সড়ক নামে পরিচিত ঢাকা-কুড়িল-কাঞ্চন সেতু সড়কে মশারী টানিয়ে শুয়ে অবরোধ, প্রতিবাদ সভা ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। গতকাল ১৯অক্টোবর শনিবার বেলা ১১টায় জাতীয়তাবাদী যুবদলের কেন্দ্রীয় সাবেক সহ সাধারণ সম্পাদক ও পূর্বাচল আদিবাসিন্দা অধিকার আদায় আন্দোলনের সমন্বয়ক দুলাল হোসেনের নেতৃত্বে এ কর্মসূচি পালন করা হয়।
প্রতিবাদ সভায় বক্তারা বলেন, পূর্বাচলের প্রকৃত জমির মালিক তথা আদিবাসিন্দাদের প্লট বঞ্চিত করা হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার পরিবারসহ বিপুল সংখ্যক নেতাকর্মীর নামে বিশেষ ক্ষমতা আইনে প্লট লুটপাট করেছে। অনিয়মতান্ত্রিকভাবে বরাদ্দকৃত সকল প্লট বাতিল করতে হবে। অন্যথায় ৩শ’ ফুট সড়ক বন্ধ করে রাজউক অফিস ঘেরাওসহ কঠোর আন্দোলনের কর্মসূচি ঘোষণা করা হবে।
একপর্যায়ে প্লট বঞ্চিত আদিবাসিন্দা ও ক্ষতিগ্রস্থরা মশারী টানিয়ে ৩শ’ ফুট সড়কের পশি এলাকায় শুয়ে পড়ে। এ সময় সড়কের উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। স্থানীয় গন্যমান্য ব্যাক্তিদের অনুরোধে দুপুর ১টায় তারা অবরোধ তুলে নেয়।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।