পরিবর্তন নীলফামারীর কিশোরগঞ্জে মাদক নিয়ন্ত্রণ অধিদপ্তরের অভিযানে হাতকড়াসহ মাদক কারবারি সাইদুল ইসলামের পলায়নের ঘটনায় মামলা দায়ের করা হয়েছে।
বৃহস্পতিবার (২০ জুলাই) রাতে কিশোরগঞ্জ থানায় নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বাদী হয়ে এ মামলা দায়ের করেন।
মামলায় কারবারি সাইদুলসহ ৮ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত কয়েকজনকে আসামি করা হয়েছে।
আরো পড়ুনঃ শান্তি বিনষ্টের চেষ্টা করলে কঠোর ব্যবস্থা: তথ্যমন্ত্রী।
এর আগে বৃহস্পতিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার নিতাই ইউনিয়নের ডাঙ্গাপাড়া গ্রামে গোপন সংবাদের ভিত্তিতে নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের একটি টিম মাদক কারবারি সাইদুল ইসলামকে আটক করে হাতকড়া পরায়। এ খবর ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে সাইদুলের দলবল এসে তাদের ওপর হামলা চালায়। এ সময় সাইদুল আতিকুল ইসলামের হাতে কামড় দিয়ে হাতকড়াসহ পালিয়ে যান। এ ঘটনায় একই গ্রামের মৃত ইউনুছ পণ্ডিতের ছেলে আলিফ নুর নামে একজনকে আটক করে জিজ্ঞাসাবাদ করছে কিশোরগঞ্জ থানা পুলিশ।
নীলফামারী মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক শফিকুল ইসলাম বলেন, আসামিকে তার লোকজন ছিনিয়ে নিয়ে গেছে। তাকে সরকারি কাজে বাধা ও হামলার অভিযোগে মামলাটি করা হয়েছে। ওই আসামির বিরুদ্ধে হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলা রয়েছে। আমরা কিছুদিন আগে তাকে আটক করে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে এক মাসের জেল দিয়েছিলাম।
তিনি আরও বলেন, মাদক কারবারি দলের হামলায় আমাদের একজন সহকারী উপপরিদর্শক ও দুজন সিপাই আহত হয়েছিলেন। তারা স্থানীয় হাসপাতালে প্রাথমিক চিকিৎসা নিয়েছেন।
আরো পড়ুনঃ বিএনপির পদযাত্রায় সংঘর্ষ ৫ সহস্রাধিক নেতাকর্মী আসামি
কিশোরগঞ্জ থানার ওসি রাজীব কুমার রায় বলেন, মাদক কারবারি সাইদুল ইসলাম হত্যা মামলাসহ বেশ কয়েকটি মামলার আসামি। তার নামে গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে। এ ঘটনার পর আমরা একজনকে আটক করে থানায় নিয়ে এসেছি, তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পক্ষ থেকে রাতে একটি মামলা দায়ের করা হয়েছে। পলাতক আসামিকে গ্রেপ্তারে পুলিশ কাজ করছে বলেও জানান তিনি।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com