মনসুর অাহাম্মেদ ঠাকুরগাঁও জেলা প্রতিনিধি
ঠাকুরগাঁও জেলা পীরগঞ্জ উপজেলা মানব কল্যাণ পরিষদের সাতদিনব্যাপী অাত্মরক্ষামূলক প্রশিক্ষণ শুরু হয়েছে। ০৭/০৯/২০২০ সোমবার সকল ১০টায় নেটজ্-বাংলাদেশ এর সহযোগীতায় মানব কল্যাণ পরিষদ এর বাস্তবায়নে প্রমোশন অফ সোস্যাল পার্টনারশিপ ফর ইমপাওয়ারম্যান্ট অফ মারজিনালাইজস্ কমিউনিটিস ইন ৬ ডিসট্রিক্ট এ্যাট ন্যাশনাল লেভেল ইন বাংলাদেশ(প্রসপেক্ট) প্রকল্পের এর কার্যক্রমের অংশ হিসেবে পীরগঞ্জ উপজেলায় ৭-১৩ সেপ্টেম্বর সাতদিনব্যাপী অাত্মরক্ষামূলক প্রশিক্ষণ অাজ শুরু হয়েছে । প্রশিক্ষণের উদ্বোধনী অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা পরিষদ এর ভাইস চেয়ারম্যান সুকুমার রায়, উপস্থিত ছিলেন পীরগঞ্জ উপজেলা সিএসও সভাপতি কাজী সোনিয়া, সহ-সভাপতি জয়নাল অাবেদীন বাবুল, প্রসপেক্ট প্রকল্পের সমন্বয়কারী রাশেদুল অালম এবং প্রকল্পের অন্যান্য কর্মকর্তাগণ। উদ্বোধনী অনুষ্ঠানটি সঞ্চালনা করেন শিরিন সুলতানা। অালোচনায় অতিথিগণ বলেন, অামাদের সমাজে নারীরা সবচেয়ে বেশী মানবাধিকার বঞ্চিত তাই অধিকার অাদায়ে এখন থেকেই কিশোরদেরকে শারীরিক ও মানসিক শক্তিতে বলীয়ান হতে হবে। অার এই প্রশিক্ষণ তা অর্জনে সহায়তা করবে। তাঁরা অাশা করেন এই প্রশিক্ষণে অংশগ্রহনকারীরা তৃণমূল পর্যায়ে মানবাধিকার রক্ষায় কাজ করবে। উল্লেখ্যযে প্রশিক্ষণে ছাত্র-ছাত্রী ফোরামের ২০ জন ছাত্রী অংশগ্রহন করছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com