মনসুর আহম্মেদ, পীরগঞ্জ ঠাকুরগাঁও প্রতিনিধিঃ
ঠাকূরগাঁও জেলার পীরগঞ্জ উপজেলাধীন ভোমরাদহ গ্রামে গত ১১ নভেম্বর তারিখে “ঘরে ঘরে উৎপাদন হবে সব্জী, দ্রব্যমূল্য বন্ধ হউক ব্যবসায়ীর কারসাজী” এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাংলাদেশ পল্লী ফেডারেশন কর্তৃক ক্ষুদ্র ও প্রান্তিক ৩০ জন কৃষক-কৃষাণীদের মাঝে বিনামূল্যে লালশাক, পালং শাক, মূলা সব্জী বীজ বিতরণ করা হয়েছে। এছাড়াও বাড়ী-বাড়ী গিয়ে শীম বিচি ২০০ শত পরিবারের কাছে স্ব-উদ্যোগে বোপন করা হয়।
এতে প্রধান অতিথী হিসেবে উপস্থিত ছিলেন ১নং ভোমরাদহ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হিটলার হক। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বিতরণকারী সংগঠনের নির্বাহী পরিচালক কবি মো. আরফান আলী প্রমূখ। উল্লেখ্য যে, “ঠাকূরগাঁও কৃষি গবেষণা উপ-কেন্দ্র” কর্তৃক বীজের পৃষ্ঠপোষকতা করেণ।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com