পরিবর্তন ডেস্কঃ
বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল /ড্রাইভার মোঃ মোমিনুল ইসলাম পিকনিকের বাসের ধাক্কায় মারা গিয়েছেন,,,,ইন্না---- রাজিউন
২৪ ফেব্রুয়ারি (শুক্রবার) সকাল আনুমানিক ১১ঃ৩০ মিনিটে বড়দরগাহ হাইওয়ে পুলিশ ফাঁড়ির কনস্টেবল /ড্রাইভার মোমিনুল ইসলাম, পীরগন্জে রাস্তা পারাপারের সময় বগুড়া টু রংপুরগামী একটি মিনি পিকনিক বাসের ধাক্কায় গুরুতরভাবে আহত হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১২ঃ৩০ মিনিটে মৃত্যু বরণ করেন।
মোমিনুল ইসলামের বাড়ি পাবনা জেলায়,তার বাবা অবসরপ্রাপ্ত পুলিশ সদস্য বাবলু শেখের সে একমাত্র সন্তান। মোমিনুলের ৬ বছর বয়সি এক ছেলে এবং ৪ বছর বয়সি এক কন্যা সন্তান রয়েছে।
তার অকাল মৃত্যুতে গভীর শোক ও সমবেদনা জানিয়েছেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com