পরিবর্তন বার্তাকক্ষ:
কুষ্টিয়ায় সড়ক দুর্ঘটনায় আপন দুই ভাই নিহত হয়েছেন। বুধবার (৪ মে) কুষ্টিয়া-রাজবাড়ী আঞ্চলিক মহাসড়কে পিকআপ ভ্যান ও সিএনজির মধ্যে সংঘর্ষে নিহতের এই ঘটনা ঘটে। নিহত দুই ভাই হলেন পাংশা উপজেলার ফলীখারা এলাকার রেজাউল মণ্ডলের ছেলে ফিরোজ মণ্ডল (৩২) ও তার ছোট ভাই সামিউল মণ্ডল (১২)।
খোকসা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সৈয়দ আশিকুর রহমান জানান, মামার বাড়িতে বেড়ানোর উদ্দেশে রাজবাড়ী জেলার পাংশা থেকে নিহত ফিরোজ ও সামিউল কুষ্টিয়ার কুমারখালীতে যাচ্ছিলেন। গাড়িটি খোকসার পাইকপাড়ায় এসে পৌঁছালে সামনে থেকে আসা পিকআপভ্যানটি সিএনজিচালিত অটোরিকশাকে চাপা দেয়। এতে সিএনজির সামনে বসে থাকা আপন দুই ভাই ঘটনাস্থলেই নিহত হন। গাড়িটির অন্য যাত্রী ইতি খাতুন গুরুতর আহত হন। তাঁকে উদ্ধার করে চিকিৎসার জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
ওসি আরও জানান, নিহত দুই ভায়ের মৃতদেহ ময়নাতদন্তের জন্য কুষ্টিয়া জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর পরই পিকআপচালক পলিয়ে গেছে। পিকআপটি জব্দ করা হয়েছে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com