শুক্রবার, ৩১ অক্টোবর ২০২৫, ০৬:০৮ পূর্বাহ্ন
 
 
সিরাজগঞ্জ জেলা প্রতিনিধিঃ”পার করেছি আঠোরো, পেরিয়ে যাবো
পাহাড়ও”–এই স্লোগানকে সামনে রেখে ব্র্যাক সামাজিক ক্ষমতায়ন ও আইনি সুরক্ষা কর্মসূচি (সেলফ) এর উদ্যোগে সিরাজগঞ্জের তাড়াশে অনুষ্ঠিত হলো স্বপ্নসারথী গ্রাজুয়েশন অনুষ্ঠান ২০২৫। মঙ্গলবার সকাল ১০টায় উপজেলার একটি মিলনায়তনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাড়াশ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) নুসরাত জাহান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ব্র্যাকের জেলা সমন্বয়ক মো. রইস উদ্দিন, ডেপুটি ম্যানেজার মো. জলিলুর রহমান, ব্র্যাকের এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মমতাজ খাতুন, ব্র্যাক প্রগতি কর্মসূচির এলাকা ব্যবস্থাপক (তাড়াশ, সিরাজগঞ্জ) মো. শফিকুল ইসলাম। এছাড়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ব্র্যাক সেলফ প্রোগ্রামের অফিসার ছালমা আক্তার, সিও খাদিজা খাতুন,তাড়াশ প্রেস ক্লাবের সেক্রেটারি জনাব এম সানোয়ার হোসেন সাজুসহ অন্যান্য কর্মকর্তারা।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।