নিজস্ব প্রতিবেদক,কাপ্তাই, রাঙ্গামাটি।
প্রকৃতির অপরুপ সৌন্দর্য বেষ্ঠিত খাগড়াছড়ি জেলার পানছড়ি উপজেলা।মুসলিম নগর এলাকায় প্রান্তিক কৃষকদের একজন মোঃ মিজানুর রহমান। তিনি শখের বসে মৌসুমী ফলদ বাগানের চাষ করে আসছে দীর্ঘ চার বছর।
প্রায় ছয় একর জায়গার উপর রয়েছে আম,মালটা,কমলা,লঠকন,লিচু,আঙ্গুর,নাসপাতি,পেয়ারা,ড্রাগন,লেবু,তেজ পাতা,আমলকি,কলা,নারিকেল ইত্যাদি নানান জাতের ফলের গাছ।তাছাড়া সেগুন,গর্জন,লালি ইত্যাদি আসবাব পত্র তৈরীর গাছও রয়েছে তার বাগানে।
বাগানের তত্ত্বাবধায়ক মোঃসোহাগ মিঞা জানান গত পাঁচ বছর পূর্বে তেজ পাতার যে পরিমাণ চাহিদা ছিল বর্তমানে বাজারে তেজ পাতার চাহিদা নাই বললেই চলে।
জনাব মিজানুর জানালেন ফল ব্যবসায়ীরা বাগান থেকেই ন্যায্য মূল্যে ফলফলাদি ক্রয় করে নিয়ে যায়। বাগানে পরিচর্যার কাজে বছরে তিন লক্ষাধিক টাকা ব্যায় হলেও সরকারি কোন পৃষ্ঠপোষকতা পাননি বলেন বাগানের মালিক জানান।এমন কি পানছড়ি উপজেলার কোন কৃষি কর্মকর্তা এ যাবৎকাল পর্যন্ত পরিদর্শনে আসেন নাই।
বাগানের উদ্যোক্তা জানালেন সরকারের সহায়তা পেলে সমন্বিত খামার করে আত্ন সামাজিক উন্নয়নে সফল ভূমিকা রাখবেন।এই প্রকল্পের নামকরণ করেছেন DREAMY HILL INTEGRETED PROJECT(DHIP).www.dhipbd.com.
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com