জাহিদুল বাসার (জাহিদ) , সাতক্ষীরা:
বাংলাদেশ জামায়াতে ইসলামী সাতক্ষীরা সদর ও শহর শাখার উদ্যোগে ২৮শে অক্টোবর পল্টন ট্রাজেডি উপলক্ষে আলোকচিত্র প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
বিকাল সাড়ে তিনটায় সাতক্ষীরা শহীদ আব্দুর রাজ্জাক পার্কে সদর উপজেলা জামায়াতের আমীর মাওলানা শাহাদাত হোসাইনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় মজরিশে শূরার সদস্য ও সাতক্ষীরা জেলা জামায়াতের সাবেক আমীর মুহাদ্দিস রবিউল বাশার।
জামায়াত উপজেলা সেক্রেটারি মোশাররফ হোসেনের সঞ্চলনায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাতক্ষীরা জেলা জামায়াতের নবনির্বাচিত আমীর উপাধ্যক্ষ শহিদুল ইসলাম মুকুল,জেলা জামায়াতের সেক্রেটারি মাওলানা আজিজুর রহমান,সাবেক জেলা শিবির সভাপতি ওমর ফারুখ, শহর জামায়াতের সেক্রেটারি জাহিদুল ইসলাম,সহকারী সেক্রেটারী প্রভাষক ওবাইদুল্লাহ,শহর জামায়াতের সেক্রেটারী খোরশেদ আলম,মাও আজাদুল ইসলাম, মাওলানা আব্দুস সবুর, সাবেক শিবির নেতা হাবিবুর রহমান,শহর শিবির সভাপতি আল মামুন,বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রনি প্রমুখ।
এসময় নেতৃবৃন্দ বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকাসহ সারাদেশে যে নৃশংসতা চালানো হয়েছিল, তার মধ্য দিয়ে আওয়ামী লীগের ফ্যাসিবাদী কার্যক্রমের সূচনা ঘটে। সেদিন শহীদ শিপন, শহীদ মুজাহিদ, শহীদ জসিমসহ অনেকেই শাহাদাত বরণ করেন। এভাবে লাশের ওপর নৃত্য করার মধ্য দিয়ে আওয়ামী লীগ তাদের নিষ্ঠুরতার প্রকাশ ঘটিয়েছে, যা মানবাধিকারের চরম লঙ্ঘন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com