অসিম সরকার দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধিঃ-
করোনা ভাইরাস (কভিড-১৯): কর্মহীন, সুবিধাবঞ্চিত,অসহায়, শ্রমজীবী,খেটে খাওয়া মানুষের মাঝে নিত্য প্রয়োজনীয় খাদ্য ও ইফতার সামগ্রী বিতরণ করেছে ব্লাড ডোনার্স গৌরিপুর।
পবিত্র মাহে রমজান উপলক্ষে কুমিল্লার দাউদকান্দি উপজেলার বিভিন্ন গ্রামে স্বেচ্ছাসেবী সংগঠন ব্লাড ডোনার্স গৌরিপুর এর আয়োজনে ইফতার ও খাদ্য উপহার সামগ্রী বিতরণ করে।
ইফতার ও খাদ্য সামগ্ৰীর মধ্যে ছিল, ছোলা ডাল, চিনি, মুড়ি ,বেসন, খেজুর , সয়াবিন তৈল।
ইফতার উপহার সামগ্রী বিতরণকালে ব্লাড ডোনার্স গৌরিপুরের সভাপতি কাউছার আহম্মেদ বলেন সারা বিশ্বের মুসলমানদের জন্য রহমত বরকত আর নাজাতের বার্তা নিয়ে বছর ঘুরে আবার এসেছে সিয়াম সাধনার মাস পবিত্র মাহে রমজান। করোনা বিপর্যয়ে সাধারণ মানুষেরা ঘরবন্দী,কর্মহীন।তারা যাতে করে রমজানের রোজা রাখতে পারে সেজন্যই আমাদের এই ক্ষুদ্র প্রয়াস। এসময় সার্বিক তত্বাবধানে সাধারন সম্পাদক মাসুদ রানা, সাংগঠনিক সম্পাদিকা রুনা আক্তার রিপা, সদস্য শাওন, সোহাগ অনান্য সদস্য বৃন্দউপস্থিত ছিলেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com