মোঃ সাদ্দাম হোসেন,পটুয়াখালী প্রতিনিধি :::
করোনাভাইরাসে আক্রান্ত হয়ে পটুয়াখালী জেলায় একদিনে সর্বোচ্চ করোনা পজেটিভ রোগীর স্যংখ্যা ১২৩ জন। এছাড়াও গত ২৪ ঘণ্টায় আরও একজনের মৃত্যু নিয়ে জেলায় মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৭ জনে।
বিষয়টি নিশ্চিত করেছেন সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ জাহাঙ্গীর আলম শিপন।
সিভিল সার্জন জানান, সিদ্দিকুর রহমান বরিশাল শের-ই বংলামেডিকেল কলেজ হাসপাতালে মারা গেছেন। গত ২৪ ঘন্টায় ৪২৯টি স্যাম্পল টেস্ট করা হয়েছে এর মধ্যে ১২৩ জনের পজেটিভ রিপোর্ট এসেছে।
এদিকে, মোট ৭৮৯ জন রোগীর মধ্যে হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন ৫২ জন এবং হোমে রয়েছেন ৭৩৮ জন।
এ পর্যন্ত ২৪৯৩২টি নমুনা পরীক্ষা করা হয়েছে বলেও জানিয়েছেন সিভিল সার্জন শিপন।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com