পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্র জমিদার আমলে স্থাপিত ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের ভূমি কর প্রদান (এ্যাকোয়ারস্টেট) এর অতি পুরাতন জরাজীর্ণ ভাঙ্গা পরিত্যক্ত ভবনটি সহ পুরা কীর্তি সংরক্ষণের দাবি।
১৫ সেপ্টেম্বর'২০২৩ (শুক্রবার) বিকেলে পটুয়াখালী জেলা শহরের প্রাণকেন্দ্রে জমিদার আমলে স্থাপিত ও স্বাধীনতা পরবর্তী বাংলাদেশ সরকারের ভূমি কর প্রদান এ্যাকোয়ারস্টেট এর অতি পুরাতন জরাজীর্ণ ভাঙ্গা পরিত্যক্ত ভবনটি সহ পুরা কীর্তি সংরক্ষণের দাবি জানান সংশ্লিষ্ট এলাকাবাসী।
কেননা দীর্ঘদিন পরিত্যক্ত ঘোষণা করা হলেও উক্ত দৃষ্টি নন্দন ভবনটি এখন গাছপালা লতাগুলম, সাপ পোকামাকড় ও মশা মাছি সহ আবর্জনার আস্তাকুঁড়ে পরিণত।
জেলা রিপোর্টার্স ক্লাবের অনুসন্ধানী সাংবাদিকতায় টিমের সংবাদ অনুসন্ধানের সরেজমিনে তদন্ত প্রতিবেদনে উঠে আসে এর নানান দিক গুলো।
বিশেষভাবে উল্লেখ্য, পটুয়াখালী পৌর ভূমি অফিস,
রেকর্ড রুম, উপজেলা ভূমি অফিস, সুবিশাল এ্যাকোয়ারস্টেট জামে মসজিদ ও পাষাণময়ী কালী মন্দির রয়েছে এই চত্বরটি ঘিরে।
দীর্ঘদিন পরিত্যক্ত ভবনটি সংস্কার কিংবা উন্নয়নের অভাবে অশোভন ও জনস্বাস্থ্যের হুমকি সহ অশান্তিতে পরিণত হয়েছে।
উপস্থিত দর্শকদের মধ্যে জেলা আইনজীবী সমিতির সভাপতি মহোদয় সহ রাজনৈতিক ও সুশীল সমাজের একাধিক ব্যাক্তি অনুসন্ধানী টিমের মাধ্যমে সরকারের প্রতি জোর দাবি জানান।
এমতাবস্থায় সরকারের প্রত্নতত্ত্ব বিভাগের পটুয়াখালী প্রাচীনতম ঐতিহ্যবাহী এই সুরম্য প্রসাদ টি সংরক্ষণ ইতিহাস ঐতিহ্য রক্ষার্থে সদাশয় সরকারের সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের আশু হস্তক্ষেপ কামনা করছেন অত্র এলাকাবাসী।
রচনা ও সম্পাদনাঃ আলহাজ্ব সাংবাদিক ফিরোজ আহমেদ জেলা রিপোর্টার্স ক্লাব,পটুয়াখালী।
অনুসন্ধান ২ (চলবে)
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com