পটুয়াখালী প্রতিনিধিঃ
পটুয়াখালীতে ৪'শ বোতল ফেন্সিডিলসহ মহিলা সহ দুইজন আটক।
২৪ সেপ্টেম্বর'২০২৩ (রবিবার) পটুয়াখালী জেলা পুলিশ কার্যালয়ের সভা কক্ষে পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম (বিপিএম- পিপিএম) কর্তৃক এক প্রেসব্রিফিং সূত্রে জানাগেছে, গোয়েন্দা পুলিশের গোপন খবরে পুলিশ সুপারের নির্দেশনায় জেলা ডিবি পুলিশের এসআই সম্বিত রায় এর নেতৃত্ব পুলিশের একটি দল ২৩ সেপ্টেম্বর দিবাগত রাত আনুমানিক ২.১০ মিনিট সময়ে জেলার আঙ্গারিয়া ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সাতানি গ্রামে মাদক ব্যবাসায়ী মোসাঃ আলেয়া বেগমের বাড়ির পশ্চিম পাশে কলাবাগানে চারজন লোক ফেনসিডিল কেনা-বেচার সময় মাদক ব্যবসায়ী মোসাঃ আলেয়া বেগম (৫৫) ও মোঃ মহসীন শেখ (৩৮) কে আটক করে। এ সময় উপস্থিত রিপন ও রাকিব নামে দুই জন পালিয়ে যায়। আটক আলেয়া ও মহসীনের স্বীকারোক্তি অনুযায়ী কলাবাগানে মাটিতে পুতে রাখা ৪'শ বোতল ফেন্সিডিল উদ্ধার করে পুলিশ। এ সময় আটক দ্বয়ের কাছ থেকে ফেন্সিডিল বিক্রির নগদ ৬০ হাজার টাকাও জব্ধ করা হয়েছে বলে পুলিশ সুপার মোঃ সইদুল ইসলাম নিশ্চিত করেন। এ ব্যাপারে আটক আলেয়া বেগম ও মহসীন, পলাতক রিপন ও রাকিবকে আসামী করে দুমকি থানায় মাদক আইনে একটি মামলা হয়েছে বলে দুমকি থানার অফিসার্স ইন চার্জ তারেক মোঃ আব্দুল হান্নান জানান।মামলা নং -১১, তারিখ: ২৪.০৯.২০২৩ইং।
উক্ত আসামীদের বিরুদ্ধে একাধিক মাদক মমলা রয়েছে বলেও দুমকি থানার ওসি জানান।
প্রেসব্রিফিং এ অন্যানয়ের মধ্যে উপস্থিত ছিলেন জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আহমাদ মাঈনুল হাসান, সদর থানার ওসি মোঃ জসীম।
#আলহাজ্ব মোঃ ফিরোজ আহমেদ
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com