পটুয়াখালী জেলা প্রতিনিধিঃ
পটুয়াখালীতে তথ্য অধিকার আইন বিষয়ক জনঅবহিতকরন সভায় বক্তব্য রাখেন মেয়র মহিউদ্দিন আহম্মেদ...
পটুয়াখালীতে তথ্য অধিকার আইন ২০০৯ বিষয়ক জনঅবহিতকরন সভা অনুষ্ঠিত...
মঙ্গলবার(১৮সেপ্টেম্বর) দুপুর ৩ টায় জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসক মোঃ নূর কুতুবুল আলম এর সভাপতিত্বে জনঅবহিতকরন সভায় প্রধান অতিথি ছিলেন বাংলাদেশ তথ্য কমিশনের প্রধন তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক।
স্বাগত বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক) শেখ আবদুল্লাহ সাদীদ। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন তথ্য কমিশনের পরিচালক( প্রশাসন) ড. মো. আব্দুল হাকিম, পুলিশ সুপার মোঃ সাইদুল ইসলাম, জেলা পরিষদ চেয়ারম্যান এ্যাডভোকেট মোঃ হাফিজুর রহমান, মেয়র মহিউদ্দিন আহম্মেদ, সদর উপজেলা চেয়ারম্যান এ্যাডভোকেট গোলাম সরোয়ার, রাঙ্গাবালী উপজেলার পরিষদের সাবেক উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ মোঃ মোঃ দেলোয়ার হোসেন পটুয়াখালী সরকারী কলেজের অধ্যক্ষ প্রফেসর নুরুল আমিন। শুভেচ্ছা বক্তব্য রাখেন অধ্যক্ষ আমিনুল ইসলাম সিরাজ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সাধারন সম্পাদক জালাল আহমেদ।
সভায় প্রধান অতিথি প্রধান তথ্য কমিশনার ডক্টর আবদুল মালেক বলেছেন উন্নয়ন, গনতন্ত্র, সুশাসন ও স্মার্ট বাংলাদেশ বির্নামে তথ্য অধিকার আইন ২০০৯ অত্যাবশ্যক। এ আইন সম্পর্কে জনগনকে সচেতন করতে সরকার কাজ করছে। এ ব্যাপারে আমাদের সবাইকে সম্মিলিতভাবে এগিয়ে আসতে হবে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com