বৃহস্পতিবার, ১৪ নভেম্বর ২০২৪, ১০:৩০ অপরাহ্ন
মো: রবি উদ্দিন,
শ্রীমঙ্গল প্রতিনিধিঃ
শ্রীমঙ্গল উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও ভেটেরিনারি হাসপাতাল এর উদ্যোগে টিকরিয়া পারিবারিক মুরগি পালনকারী পিজি এর মাধ্যমে এবং প্রাণিসম্পদ ও ডেইরি উন্নয়ন প্রকল্প এর সহযোগিতায় ৫ নভেম্বর রোজ মঙ্গলবার সকাল ১১.৪৫ ঘটিকার সময় ন্যায্য মূল্যে ডিম বিক্রয় কেন্দ্র উদ্বোধন করা হয়।
উদ্বোধন করেন ডা: মো: আশরাফুল আলম খাঁন, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা, মৌলভীবাজার, ডা: সাবিনা ইয়াসমিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ( ভারপ্রাপ্ত),শ্রীমঙ্গল, মৌলভীবাজার, ডা: সম্পদ সিংহ, এলইও, শ্রীমঙ্গল, মৌলভীবাজার।
তাছাড়া অফিসের সকল এসএএলও, ভিএফএ, এফএ, এলএফএ , সিইএ, এলএসপি বৃন্দ উপস্থিত ছিলেন।
ক্রেতারা বলেন, বাজারের চেয়ে এখানে ডিমের দাম কম থাকায় সাশ্রয়ী মূল্যে কিনতে পারছি। বাজারে ডিমের দাম ৫৫-৬০ টাকা হালি। তাই এখান থেকে ন্যায্য দামে প্রতি হালি ৪৫ টাকা ডিম কিনে আমাদের পরিবারের পুষ্টির চাহিদা পূরণ করে তৃপ্তি পাচ্ছি।
এছাড়াও ন্যায্য দামে ডিম ক্রয় করতে আসা অন্যান্য ক্রেতাদের মধ্যেও একটা স্বস্তিভাব লক্ষ্য করা গেছে।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।