মামুন আলম,নোয়াখালী প্রতিনিধি:
নোয়াখালীর সোনাইমুড়ীতে নিখোঁজের ১দিন পর শাহাদাত হোসেন (১৬)নামে এক স্কুল ছাত্রের লাশ নিজ বাড়ির পুকুর থেকে উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে পৌর এলাকার কাঠালী গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত শাহাদাত উপজেলার কাঠালী গ্রামের আব্দুল কাদির মাষ্টার বাড়ির মির হোসেনের ছেলে ও সোনাইমুড়ী সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের ১০ম শ্রেণীর ছাত্র। সে ২ ভাই ৩ বোনের মধ্যে সবার বড়।
এ ঘটনায় নিহতের মা রোকসানা আক্তার বাদী হয়ে এজাহারনামীয় ৬ জনসহ অজ্ঞাতনামা ৩/৪ জনকে বিবাদী করে সোনাইমুড়ী থানায় একটি হত্যা মামলা দায়ের করে।এ ঘটনায় পুলিশ ২ জনকে আটক করে কোর্টে প্রেরণ করে।
আটককৃতরা হলো: নাওতোলা গ্রামের মাহবুবুর রহমানের ছেলে রিয়াজ উদ্দিন (২৩) ও সোনাইমুড়ী গ্রামের সাবেক কমিশনার কামাল মিয়ার ছেলে যুবরাজ(২৫)।
এর আগে সোনাইমুড়ী পৌরসভা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক ও ওয়ার্ড কমিশনার আবুবকর সিদ্দিক হাফেজ দুলালকে আটক করা হয় জিজ্ঞাসাবাদের জন্য।
নিহতের পিতা পান দোকানী মির হোসেন ও স্থানীয়রা জানায়, বুধবার সকাল ৯টার দিকে একই বাড়ীর জামাল হোসেনের ছেলে সুমন(৩২) শাহাদাত হোসেনকে বাড়ী থেকে ডেকে নেয়, এর পর থেকে সে নিখোঁজ হয়। সারাদিন বাড়িতে ফিরে না আসায় স্বজনরা আত্মীয়-স্বজন ও বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে তার সন্ধান পায়নি। শাহাদাত নিখোঁজ হওয়ার পর থেকে সুমন তার স্ত্রীকে নিয়ে ঘরে তালা লাগিয়ে পলাতক রয়েছে।
বৃহস্পতিবার বিকাল ৩টার দিকে নিহত শাহাদাতের ছোট বোন মারিয়া (৮) তাদের বাড়ির পুকুরে শাহাদাত হোসেনের লাশ পানিতে ভাসতে দেখে পরিবারের লোকজনকে জানায় । খবর পেয়ে সোনাইমুড়ী থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য নোয়াখালী সদর হাসপাতাল মর্গে প্রেরণ করে।
সোনাইমুড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) গিয়াস উদ্দিন জানায়- এ ঘটনায় ২ জনকে আটক করে কোর্টে প্রেরণ করা হয়েছে, বাকীদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com