আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) সায়েন্স ক্লাবের চতুর্থ কমিটি গঠন করা হয়েছে। খাদ্য প্রযুক্তি ও পুষ্টি বিজ্ঞান বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সুনন্দ দেওয়ান এবং একই বর্ষের ফলিত গণিত বিভাগের শিক্ষার্থী ফোরকান আমিন শাওনকে
সাধারণ সম্পাদক করে এই কমিটি গঠন করা হয়।
সোমবার (৬ মে) রাত ৮.০০ টায় জুম মিটিং এর মাধ্যমে ক্লাবটির উপদেষ্টা মন্ডলী ও বোর্ড অফ ডিরেক্টরদের উপস্থিতিতে ৭৮ সদস্য বিশিষ্ট এ কমিটি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে বিজ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করতে, বিভিন্ন বিষয়ে শিক্ষার্থীদের দক্ষতা বৃদ্ধি করতে ২০১৯ সালে একদল বিজ্ঞান পিপাসু ছাত্র-ছাত্রীদের নিয়ে নোবিপ্রবি সায়েন্স ক্লাব গঠন করা হয়।
প্রতিষ্ঠালগ্ন থেকেই ২ টি বিজ্ঞান মেলা, ৩ টি গবেষণায় হাতেখড়ি, উচ্চ শিক্ষায় আগ্রহী করে তোলার জন্য মাসিক পিএইচডি টক, প্রযুক্তিগত দক্ষতা বৃদ্ধির জন্য সাপ্তাহিক সেশনসহ নিয়মিত বিভিন্ন ধরনের প্রোগ্রামের পরিচালনা করে আসছে।
নবনির্বাচিত সভাপতি সুনন্দ দেওয়ান বলেন, ‘‘নোবিপ্রবির একটি স্বনামধন্য ক্লাব নোবিপ্রবি সায়েন্স ক্লাব এর সভাপতি হিসেবে দায়িত্বপ্রাপ্ত হয়ে আমি নোবিপ্রবি সায়েন্স ক্লাবের প্রতি কৃতজ্ঞ। আশা করি ক্লাবের উন্নতি ও সমৃদ্ধিতে অবদান রাখতে পারবো। পাশাপাশি সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং অভিনন্দনও জানাচ্ছি যারা নতুন কমিটিতে অন্তর্ভুক্ত হয়েছে।”
নবনির্বাচিত সাধারণ সম্পাদক ফোরকান আমিন শাওন বলেন, ‘‘ বিজ্ঞানের উন্নতিতে অগ্রযাত্রা, বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞানচর্চা, সৃজনশীলতা সৃষ্টি ও বাস্তবায়ন করা, নতুন নেতৃত্ব তৈরি করা, গবেষনায় উন্নতি, বিভিন্ন প্রতিযোগিতার মাধ্যমে নতুন মেধা বের করে নোবিপ্রবি সায়েন্স ক্লাব সবার সামনে নোবিপ্রবিকে উপস্থাপন করার মাধ্যমে সামনে এগিয়ে নিতে কাজ করায় আমরা দৃঢ়ভাবে প্রতিজ্ঞাবদ্ধ।”
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com