শনিবার, ২২ নভেম্বর ২০২৫, ০৯:৩৮ অপরাহ্ন
Oplus_131072 আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি
“প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়” এই প্রতিপাদ্যকে সামনে রেখে গড়ে উঠা গরীব ও মেধাবী শিশুদের নিয়ে কাজ করা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) একমাত্র সংগঠন লুমিনারীর ২০২৫-২৬ সেশনের কার্যনির্বাহী কমিটির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মো. মেহেদী হাসান পাটোয়ারী এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন একই বিভাগের ২০২০-২১ শিক্ষাবর্ষের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তৌহিদ।
শুক্রবার (২৯ আগস্ট) আগামী এক বছরের জন্য আনুষ্ঠানিকভাবে কমিটি অনুমোদন করেন লুমিনারির প্রধান উপদেষ্টা ও নোবিপ্রবি ব্যবসায় প্রশাসন বিভাগের সহকারী অধ্যাপক মোহাম্মদ শফিকুল আলম।
নবগঠিত কমিটির সভাপতি মো মেহেদী হাসান পাটোয়ারী বলেন, আমি প্রথমেই লুমিনারি পরিবারের কাছে কৃতজ্ঞ আমাকে লুমিনারির সাথে দীর্ঘ দিন ধরে কাজ করার সুযোগ করে দেয়ার জন্য। “প্রতিটি শিশু মানুষ হোক আলোর ঝর্ণাধারায়” এই প্রতিপাদ্যকে ধারণ করে, এই প্ল্যাটফর্ম দীর্ঘদিন ধরে সুবিধাবঞ্চিত শিশুদের মাঝে শিক্ষার আলো পৌঁছে দিতে কাজ করে আসছে। আমার চাই একসাথে লুমিনারি’কে এমন একটি আলোকবর্তিকা বানাতে , যা সুবিধাবঞ্চিত শিশুদের জন্য আশার আলো হয়ে থাকবে এবং সমাজে মানবতার সুন্দর দৃষ্টান্ত স্থাপন করবে।
শিশুদের মাঝে শিক্ষার বিস্তার, দক্ষতা উন্নয়ন ও সৃজনশীলতা বৃদ্ধির লক্ষ্যে তিনি বলে, আমরা চাই শিক্ষা বিস্তার শিশুদের মাঝে ছড়িয়ে দিয়ে তাদের কাছে মানসম্মত শিক্ষা উপকরণ, সহায়তা ও পরামর্শ পৌঁছে দেওয়া। দক্ষতা উন্নয়নের লক্ষ্যে বইয়ের পড়াশোনার বাইরে শিশুদের জীবন দক্ষতা, সৃজনশীলতা ও আত্মবিশ্বাস গড়ে তোলার জন্য বিভিন্ন কর্মশালা ও কার্যক্রম আয়োজন করা এবং সহমর্মিতা ও সহযোগিতার মাধ্যমে লুমিনারী পরিবার সমাজের মাঝে একটি ইতিবাচক পরিবর্তন আনার দায়িত্ব অনুভব করবে।
এছাড়াও শিশুদেরকে সমাজে সুপ্রতিষ্ঠিত হিসেবে গড়ে তোলার জন্য সাধারণ সম্পাদক তৌহিদ বলেন, প্রথমেই মহান রবের কাছে শুকরিয়া এবং সাহায্য প্রার্থনা করছি আমাদের এই দায়িত্বের হক যথাযথভাবে পালন করার জন্য। আমাদের বিশ্ববিদ্যালয়ের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে থাকা গরিব ও মেধাবী শিশুদেরকে সমাজে মানুষের মতো মানুষ করে গড়ে তুলতে চাই। অর্থের সংকটই তাদের শিক্ষা ও সুপ্ত প্রতিভাকে যাতে দমিয়ে রাখতে না পারে সেই জন্য আমরা সব সময় তাদের পাশে আছি। তারা যেন সমাজে একজন সুনাগরিক হিসেবে গড়ে উঠতে পারে সেই প্রচেষ্টাই আমরা করব ইনশাআল্লাহ।
কমিটির অন্যান্য সদস্যরা হলেন, সহ সভাপতি মো: ইমদাদ উল্লাহ, সায়মা আক্তার, নিশাত তাসনীম অর্পিতা দত্ত, যুগ্ম সাধারণ সম্পাদক, রাজদীপ দাশ, শানজীদ মুন্তাসির শান, মায়িদা আক্তার, আবু বক্কর সিদ্দিক, কোষাধ্যক্ষ রেবেকা সুলতানা, সহাকারী কোষাধ্যক্ষ জবা আচার্য্য, সাংগঠনিক সম্পাদক মো: সাজ্জাদ হোসেন, সহকারী সাংগঠনিক সম্পাদক মো: রাজু, শিক্ষা বিষয়ক সম্পাদক শাহীনুর আক্তার , সহকারী শিক্ষা বিষয়ক সম্পাদক ফজল হোসেন প্রান্ত, জনসংযোগ সম্পাদক, শারমিন আক্তার তিন্নি, সহকারী জনসংযোগ সম্পাদক স্বর্ণা রাণী দাশ, প্রচার ও প্রচারনা বিষয়ক সম্পাদক শারমিন আক্তার, সহকারী প্রচার ও প্রচারনা বিষয়ক সম্পাদক, সানজিদা রিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক সাবরিনা ইশরাত জাহান, সহকারী স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ইমদাদুল হক, লজিস্টিক সম্পাদক রাবেয়া বসরী, সহকারী লজিস্টিক সম্পাদক রাইসুল ইসলাম, খেলাধুলা বিষয়ক সম্পাদক তানজিল মনির, সহকারী খেলাধুলা বিষয়ক সম্পাদক শান্তা হক, সাংস্কৃতিক সম্পাদক রোবায়ের নাফি,সহকারী সংস্কৃতি সম্পাদক কামরুন্নাহার কেয়া। এছাড়াও কার্যনির্বাহী সদস্য হিসেবে রয়েছেন তামান্না নূর নিহা, জারিন তাসনিম, তানভীরুল ইসলাম মাহিম, আরজু, আর জে রাজকুমার ঘোষ, সজীব মাহমুদ, মো: রেদোয়ান।
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।