বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কোর, নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (নোবিপ্রবি) বিএনসিসি এর প্লাটুন ০১ এর নতুন ক্যাডেট সার্জেন্ট নিয়োগ প্রাপ্ত হয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের ১৬ তম ব্যাচের শিক্ষার্থী আব্দুল্লাহ আল তৌহিদ।
গতকাল ২১ শে ফেব্রুয়ারি সার্জেন্ট তৌহিদকে Rank badge পড়িয়ে দেন প্লাটুন কমান্ডার প্রফেসর আন্ডার অফিসার (পিইউও) মাহবুবুল আলম নাঈম । এ সময় আরো উপস্থিত ছিলেন প্লাটুন -০২ এর পিইউও স্মর্নিমা ঘোষ জুঁই , এক্স ক্যাডেট সার্জেন্ট আহমাদুল্লাহ শিমুল, এক্স ক্যাডেট আন্ডার অফিসার (সিইউও) আব্দুল্লাহ আল মামুন (সাব্বির), এক্স ক্যাডেট সার্জেন্ট আহমাদুল্লাহ বাবু, এক্স ক্যাডেট সার্জেন্ট ইয়াসমিন সুলতানা পপি। এর আগে সার্জেন্ট তৌহিদ ক্যাডেট কর্পোরাল এর দায়িত্ব পালন করেন। বর্তমান সার্জেন্ট তৌহিদ ইকোনোমিক্স ১৫ তম ব্যাচের শিক্ষার্থী সার্জেন্ট মো ফাহাদ হোসাইন (এক্স ক্যাডেট সার্জেন্ট) এর স্থলাভিসিক্ত হন।
নতুন দায়িত্ব পাওয়ার বিষয়ে ক্যাডেট সার্জেন্ট তৌহিদ বলেন " অনেক বড় দায়িত্ব দেয়া হয়েছে। সবার কাছে দোয়া চাই যাতে দায়িত্ব যথাযথভাবে পালন করতে পারি। সেই সাথে সবার সহযোগিতা কামনা করছি। ""
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com