আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি
মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) কৃষি বিভাগে নিয়মবহির্ভূতভাবে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর (মাস্টার্স) প্রোগ্রাম চালুর অভিযোগ উঠেছে। সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে বিশ্ববিদ্যালয়ে নির্দিষ্ট আইন থাকলেও মাত্র দুইজন শিক্ষার্থীর কোর্স রেজিস্ট্রেশনের মাধ্যমে এই শিক্ষাবর্ষের অক্টোবর-মার্চের সেমিস্টার চলমান রয়েছে।
খোঁজ নিয়ে জানা যায়, গত বছরের ডিসেম্বরে মাস্টার্সে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ করে নোবিপ্রবি কৃষি বিভাগ। পরবর্তীতে এ বছরের ১৪ জানুয়ারি বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের এক বিজ্ঞপ্তিতে ৫ জন শিক্ষার্থীকে ভর্তিযোগ্য হিসেবে ঘোষণা দেয় এবং ১৫ কার্যদিবসের মধ্যে ভর্তির নির্দেশ প্রদান। রেজিস্ট্রার দপ্তর এবং বিভাগীয় সূত্রে জানা যায়, ৫ শিক্ষার্থী মধ্যে মাত্র ২ জন শিক্ষার্থী নিজেদের ভর্তি নিশ্চিত করে। তারা হলেন জেনেটিক এন্ড প্ল্যান ব্রিডিং গ্রুপের মোঃ আমিনুল ইসলাম এবং প্ল্যান্ড বায়োকেমিস্ট্রি গ্রুপের জাহিদ হাসান। বর্তমানে দুটি গ্রুপে মাত্র এই দুইজন শিক্ষার্থীকে নিয়েই কৃষি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের মাস্টার্স চলমান রয়েছে।
বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তরের তথ্যমতে, বিভিন্ন বিভাগের স্নাতকোত্তর (মাস্টার্স) চালু এবং নিয়মনীতির বিষয়ে নোবিপ্রবিতে বোর্ড অফ এডভান্স স্টাডিজ (বোয়াস) নামের একটি বোর্ড রয়েছে। বোয়াসের সর্বশেষ ২১তম সভায় সর্বনিম্ন ১০ জন শিক্ষার্থী নিয়ে কোনো মাস্টার্স প্রোগ্রাম চালুর বিষয়ে সিদ্ধান্ত গৃহীত হয়। যেখানে বলা হয় ১০ জনের কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে কোনো বিভাগ মাস্টার্সের প্রোগ্রাম চালু করতে পারবে না।
শর্তের চেয়ে কম সংখ্যক শিক্ষার্থী নিয়ে মাস্টার্স চালুর বিষয়ে কৃষি বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. গাজী মোহাম্মদ মহসিন বলেন, শর্ত যাচাই বাছাই করা বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাজ। আমাদের কাজ হচ্ছে ক্লাস, পরীক্ষা এবং গবেষণার কাজ করা। তবে কম সংখ্যক শিক্ষার্থী হলেও পরবর্তী সেমিস্টারে অন্য গ্রুপ থেকে আরো শিক্ষার্থী এর সাথে যুক্ত হবে।
এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) মোহাম্মদ তামজীদ হোসাইন চৌধুরী বলেন, বর্তমান আইন অনুযায়ী যে কোনো ডিপার্টমেন্টের মাস্টার্স প্রোগ্রামে ভর্তি নিতে হলে সর্বনিম্ন ১০ জন হতে হবে। এর চেয়ে কম সংখ্যক নিয়ে মাস্টার্স চালু করতে আইনত বাধা আছে৷ কৃষি বিভাগে দুইজন শিক্ষার্থী নিয়ে চলমান মাস্টার্সের বিষয়ে রেজিস্ট্রার বলেন, এ বিষয়ে খোঁজ নিতে হবে কেন এমন হলো। আমি এ বিষয়ে যাচাই বাছাই করে বিস্তারিত বলতে পারবো।
নিয়মবহির্ভূতভাবে মাত্র দুইজন শিক্ষার্থী নিয়ে চালু হওয়া কৃষি বিভাগের ২০২৪-২৫ শিক্ষাবর্ষের বৈধতার বিষয়ে নোবিপ্রবি উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইসমাইল বলেন, আইন না মেনে চলার কোনো সুযোগ নেই৷ এ বিষয়ে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com