আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি:
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) তিন শিক্ষার্থীর ওপর অতর্কিত হামলার ঘটনায় তিন আসামিকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ। সোমবার (১৪ জুলাই) সকালে গ্রেপ্তারকৃতদের নোয়াখালীর চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করলে বিচারক তাদের কারাগারে প্রেরণের নির্দেশ দেন।
গ্রেপ্তারকৃতরা হলেন— বেগমগঞ্জ উপজেলার পৌর হাজীপুর গ্রামের ইদ্রিস ড্রাইভার বাড়ির রহমত উল্লাহর ছেলে মো. তারেক রহমান (২২), জামাল উদ্দিন লিটনের ছেলে মো. আহাত হোসেন রিশাদ (২২) এবং আবদুল বারিক মিয়া বাড়ির কামরুজ্জামানের ছেলে মো. ইউসুফ শামীম (২১)।
পুলিশ জানায়, শনিবার (১২ জুলাই) চট্টগ্রাম থেকে নোয়াখালী ফেরার পথে নোবিপ্রবির ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের প্রথম বর্ষের শিক্ষার্থী অনিমেষ দেব নাথ এবং তার দুই সহপাঠীর ওপর হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় হামলাকারীরা এক শিক্ষার্থীর গলা চেপে ধরে হত্যার চেষ্টা করে এবং অন্যদের কিল-ঘুষি ও লাঠি দিয়ে মারধর করে। তাদের কাছ থেকে ৬ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় এবং মোবাইল ফোন ছিনিয়ে নেয়ার চেষ্টাও করে সন্ত্রাসীরা।
ঘটনার পরপরই বেগমগঞ্জ মডেল থানায় ৭-৮ জন অজ্ঞাতনামা ব্যক্তিকে আসামি করে মামলা দায়ের করা হয়।
এর প্রতিবাদে রোববার (১৩ জুলাই) বিকেল ৪টা থেকে বেগমগঞ্জ উপজেলার চৌমুহনী চৌরাস্তার চার লেনের মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন শিক্ষার্থীরা। বিকেল ৫টায় ১২ ঘণ্টার আল্টিমেটাম দিয়ে তারা অবরোধ প্রত্যাহার করেন।
নোয়াখালীর অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মোহাম্মদ ইব্রাহীম বলেন, ‘টিকিটে দেওয়া ফোন নম্বরের সূত্র ধরে তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে। আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হয়েছে। বাকি আসামিদের গ্রেপ্তারে অভিযান চলছে।’
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর এএফএম আরিফুর রহমান বলেন, ‘আমরা পুলিশ প্রশাসনকে ধন্যবাদ জানাই। আশা করি, ভবিষ্যতেও তারা শিক্ষার্থীদের পাশে থাকবে। একই সঙ্গে শিক্ষার্থীরা যাতে এমন ঘটনার শিকার না হয়, সে বিষয়ে প্রশাসনকে সর্বোচ্চ সচেষ্ট থাকার আহ্বান জানাই।’
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com