আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি :
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) শিক্ষার্থীদের বহনকারী একটি ফেনীগামী বাসে সন্ত্রাসী হামলার অভিযোগ উঠেছে। ঘটনাটি ঘটেছে বৃহস্পতিবার (১৯ জুন) বিকেল পাঁচটার দিকে নোয়াখালীর চৌমুহনী রেলস্টেশন এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানান, জ্যামে আটকে থাকা অবস্থায় স্টার লাইন পরিবহনের সঙ্গে কথা-কাটাকাটির এক পর্যায়ে এক বহিরাগত ব্যক্তি বাসে উঠে পড়েন এবং আগ্রাসী আচরণ শুরু করেন। বিশ্ববিদ্যালয়ের বিজিই বিভাগের শিক্ষার্থী জাহেদুল হকসহ কয়েকজন ঘটনাটি জানতে চাইলে ওই ব্যক্তি উত্তেজিত হয়ে লাঠি দিয়ে এক শিক্ষার্থীকে আঘাত করেন। পরে তিনি ফোন করে আরও ১৫–২০ জন সঙ্গী ডেকে আনেন এবং বাসে উঠে শিক্ষার্থীদের হুমকি ও গালাগাল করতে থাকেন। ছাত্রীদের গায়ে হাত তোলার ঘটনাও ঘটে বলে অভিযোগ পাওয়া গেছে।
ভুক্তভোগী শিক্ষার্থী জাহেদুল হক বলেন, “আমরা জানতে চাইলে সে আমাদের মারতে আসে, পরে দলবলে এসে বাসে উঠে ভয়ভীতি ও গালিগালাজ করে। আমাকে নামিয়ে মারার চেষ্টা করে, মেয়েদের গায়েও হাত তোলে।”
বিষয়টি সম্পর্কে জানতে চাইলে নোবিপ্রবির প্রক্টর এ এফ এম আরিফুর রহমান বলেন, “বিষয়টি বেগমগঞ্জ থানার ওসিকে জানানো হয়েছে। তবে তার বক্তব্য কিছুটা অসংগতিপূর্ণ হওয়ায় আমরা জেলা পুলিশ সুপারের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার পরিকল্পনা করছি।”
তিনি আরও বলেন, “শিক্ষার্থীদের নিরাপত্তা আমাদের অগ্রাধিকার। বিষয়টি আমরা গুরুত্ব সহকারে পর্যবেক্ষণ করছি।”
দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ও সার্কেল সহকারী পুলিশ সুপারের (এএসপি) সঙ্গে সাক্ষাৎ করেন শিক্ষার্থীরা।এ সময় তাঁরা বেগমগঞ্জ থানার ওসির কাছে একটি লিখিত অভিযোগপত্র (স্মারকলিপি) জমা দেন। পরে ওসি ও সার্কেল এএসপি ঘটনাস্থল পরিদর্শন করেন এবং ঘটনার সার্বিক বিষয়ে আশ্বাস প্রদান করেন।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com