রবিবার, ২৫ মে ২০২৫, ০৩:৩৮ পূর্বাহ্ন
আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি,
নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগের নতুন পরিচালক হিসেবে দায়িত্ব পেয়েছেন বিশ্ববিদ্যালয়ের পরিবেশ বিজ্ঞান ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মোঃ শিবলুর রাহমান। শনিবার (২৪ মে ২০২৫) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার তামজিদ হোছাইন (ভারপ্রাপ্ত) স্বাক্ষরিত এক অফিস আদেশ থেকে এ তথ্য জানা যায় ।
অফিস আদেশে বলা হয়, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের আদেশক্রমে ড. মোঃ শিবলুর রাহমানকে উক্ত পদে নিয়োগ দেওয়া হয়েছে। এটি তার মূল দায়িত্বের অতিরিক্ত হিসেবে বিবেচিত হবে এবং ২৪ মে ২০২৫ থেকে নিয়োগ কার্যকর হবে। তিনি নিয়ম অনুযায়ী নির্ধারিত ভাতা ও অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত এই নিয়োগ বহাল থাকবে।
নিয়োগের পর প্রতিক্রিয়ায় ড. মোঃ শিবলুর রাহমান বলেন, “আমি ছাত্র জীবন থেকেই বিভিন্ন এক্সট্রাকাররিকুলাম একটিভিটিসের সাথে যুক্ত ছিলাম, তা ছাড়া জাপান ও আমেরিকার ইউনিভার্সিটি গুলোর বিভিন্ন ছাত্র সংগঠনের সাথেও কাজ করার সুযোগ হয়েছিল এবং খুব কাছে দেখেছি। আমি যখন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে পড়াশুনার করতাম তখন জাহাঙ্গীরনগর এডভেঞ্চার ক্লাব, সায়েন্স ক্লাব ও ফিসিক্যালি-চ্যালেঞ্জড ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (পিডিএফ) এর মতো বিভিন্ন সামাজিক ছাত্র সংগঠনের সাথে যুক্ত ছিলাম। আমি আমার অভিজ্ঞতালব্ধ জ্ঞানকে কাজে লাগিয়ে সর্বোচ্চ চেষ্টা করবো যাতে করে আমাদের ছাত্রছাত্রীরা বিশ্বমানের নাগরিক হিসাবে গড়ে উঠে এবং এজন্য যে ধরণের পদক্ষেপ গ্রহণ করা দরকার সেই পদক্ষেপগুলো নেয়ার জন্য। একাডেমিক পড়াশুনার পাশাপাশি যাতে করে ছাত্রছাত্রীরা বৈষয়িক বিষয়েও সচেতন হয় সেজন্য বিভিন্ন এক্সট্রাকাররিকুলাম একটিভিটিসের পৃষ্টপোষকতায় ছাত্র পরামর্শ ও নির্দেশনা বিভাগেকে ছাত্রছাত্রীরা সবসময় তাদের পাশে পাবে বলে আশা রাখি।”
All rights reserved © 2020-2024 dainikparibarton.com
অনুমতি ব্যতিত এই সাইটের কোনো কিছু কপি করা কপিরাইট আইনে দণ্ডনীয়।