আবদুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধিঃ
ফিলিস্তিন প্রতিরোধ আন্দোলন (হামাস) রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ারের গায়েবানা জানাজা নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (নোবিপ্রবি) অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (২২ অক্টোবর) বাদে যোহর বিশ্ববিদ্যালয়ের গোলচত্বরে শহীদ মিনারের সামনে এই জানাজার আয়োজন করে ২৪'র মঞ্চ নোবিপ্রবি।
এসময় দখলদার ইসরায়েলের জুলুমের বিরুদ্ধে প্রতিবাদ ও স্বাধীন ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে শিক্ষার্থীরা ‘ফিলিস্তিন জিন্দাবাদ, ইসরায়েল নিপাত যাক’ সহ বিভিন্ন স্লোগান দিতে থাকে।
এসময় জানাজায় অংশ নিয়ে ২৪'র মঞ্চের আহ্বায়ক নোবিপ্রবি শিক্ষার্থী আবু সাঈদ বলেন, মুসলিম বিশ্বের অন্যতম সিপাহসালার ছিলেন হামাস প্রধান ইয়াহিয়া সিনওয়ার। দখলদার ইসরায়েলের বাহিনী তাকে নির্মমভাবে হত্যা করেছে। ইসরায়েল যদি মনে করে হত্যা করে তারা স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র গঠন প্রতিরোধ করবে তাহলে তারা ভুল। পুরো মুসলিম উম্মাহ ফিলিস্তিনের পক্ষে আছে।
উল্লেখ্য গত ১৭ অক্টোবর রাতে ইসরায়েলি হামলায় নিহত হয় ফিলিস্তিনের স্বাধীনতাকামী সংগঠন হামাসের রাজনৈতিক শাখার প্রধান ইয়াহিয়া সিনওয়ার।
নিউজ রুমঃ [email protected] অথবা [email protected]
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com