আব্দুল্লাহ আল তৌহিদ
নোবিপ্রবি প্রতিনিধি
গত বছরের ধারাবাহিকতায় এ বছরও প্রথম রমজানে নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের আয়োজনে গণ ইফতার অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (২ মার্চ) নোবিপ্রবির কেন্দ্রীয় খেলার মাঠে এ গণ ইফতার আয়োজন করা হয়।সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে অনুষ্ঠিত এ ইফতারে শতাধিক শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা আসরের নামাজের পর থেকে কেন্দ্রীয় খেলার মাঠে একে একে জড়ো হতে থাকেন।এরপর স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে কোরআন তিলাওয়াত, হামদ-নাত পরিবেশনা করেন। দোয়া-মোনাজাত পর্বের পর মাগরিবের আজান দিলে সবাই একসঙ্গে ইফতারি করেন।
উল্লেখ্য,গতবছর নোবিপ্রবি ক্যাম্পাসে ইফতার পার্টির ওপর বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নিষেধাজ্ঞার প্রতিবাদে রমজানের প্রথমদিনে ‘গণ ইফতার’ কর্মসূচি পালন করে সাধারণ শিক্ষার্থীরা। তার ধারাবাহিকতায় এ বছরও মাহে রমজানকে স্বাগত জানিয়ে গণ ইফতারের আয়োজন করা হয়।
নিউজ রুমঃ News.dainikparibarton@gmail.com অথবা News@dainikparibarton.com
মোবাইল: +8809696195106 অথবা +8801715-395106
All rights reserved © 2020-2024 dainikparibarton.com